মোহাম্মদ ছৈয়দুল আলম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ
প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনে ঢানা চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী’র নামাজে জানাজায় বাঁশখালীতে মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল, ‘এভার কেয়ার হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (এমপি) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জেলার দলীয় নেতা-কর্মীরা চট্টগ্রামে ছুটে আসেন, মঙ্গলবার রাত আটটার দিকে পাথরঘাটাস্থ তাহার বাসা সংলগ্ন এলাকায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, বুধবার সকাল ১০টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা শেষে দুপুর ২টায়, বাঁশখালী সরকারি আলাওয়াল কলেজ মাঠে ৩য় নামাজে জানাজা ও বিকেলে ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে ৪র্থ নামাজে জানাজা এবং নিজ গ্রামের বাড়ী সংলগ্ন মাঠে ৫ম নামাজে জানাজা শেষে শেষে কালীপুরের ২নং ওয়ার্ড গুনাগরীতে তাঁহার গ্রামের বাড়ীস্থ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁহার মরদেহ সমাহিত করা হয়েছে।
মৃত্যু কালে তাঁহার বয়স ছিলো ৭২ বছর। তাঁহার পারিবারিক জীবনে দুই পুত্র, দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত কর্মী বান্ধব ও জন প্রিয় ব্যক্তিত্ব। এছাড়াও তিনি চট্টগ্রাম (১৬) বাঁশখালী থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদল সরকারের আমলে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাফরুল ইসলাম চৌধুরী।
মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহন ও শোক প্রকাশ করেন বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, বর্তমান সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়নসহ জেলাজুড়ে বিভিন্ন মহলে মানুষ ও অসংখ্যা গুণী ব্যক্তিবর্গ।
No comments:
Post a Comment