আগামী ৪ ডিসেম্বর বুধবার, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে, বাঁশখালী কালীপুর ইউনিয়নস্থ অটোরিক্সা (সিএনজি)পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাঁশখালী উপজেলা ট্রাক চালক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি ও ফল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভাপতি আমির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, বিশেষ অতিথি ছিলেন সদ্য গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম।
শ্রমিক নেতা আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সাংবাদিক ছৈয়দুল আলম, ইউপি সদস্য জিসানুল ইসলাম মিটু, ট্রাক সমিতির সভাপতি মো. নেচার, সাধারণ সম্পাদক মো. লিটন, ফল ব্যাবসায়ী সমিতির সভাপতি সৈয়দ নুর মনু, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন, যুবলীগ নেতা সাজেদুল আজম চৌধুরী টিটন, এসময় আরো উপস্থিত ছিলেন, সিএনজি শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মো. আবছার, ট্রাক সমিতির সহ-সভাপতি মো. লোকমান, খোরশেদ আলী, আলী আজগর, শহীদুল্লাহ সহ ব্যবসায়ী ও শ্রমিক নেতৃত্ববৃন্দ প্রমুখ।
এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম বলেন, বাংলাদেশ বিরোধী গণতন্ত্রের শত্রু অগ্নি-সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।
No comments:
Post a Comment