মুহাম্মদ দিদার
হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম):
চট্টগ্রাম জেলার
ক্রীড়াঙ্গনে দারুণ
ভাবে সফলতা
অর্জন করতে
পেরে বিরামহীন
ভাবে কাজ
করে যাচ্ছে
বাঁশখালী ক্রিকেট
একাডেমি।আর এই
একাডেমির শিক্ষার্থীদের
পেছনে বিনাবেতনে
নিরলস ভাবে
প্রশিক্ষণ কাজে
শ্রম দিয়ে
যাচ্ছে ওই
একাডেমির প্রতিষ্ঠা
পরিচালক ও
কোচ মুহাম্মদ
এরশাদ।
চট্টগ্রামের বাঁশখালী ক্রিকেট একাডেমির ক্রীড়া শিক্ষার্থীদের নিয়মিত ভাবে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কোচ মুহাম্মদ এরশাদ।দীর্ঘ ১১ বছর যাবত অর্থাৎ এই একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবদি পর্যন্ত সম্পূর্ণরূপে বিনা বেতনে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি,এই একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার বিনিময় নেওয়া হয়না।সরকারি ভাবে কোন সহযোগীতা না পেলেও থেমে যায়নি এই একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম।
শনিবার একাডেমির ক্রিকেট দলের জার্সি উন্মোচন কালে এই সফলতার কথা তুলে ধরেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিজেকেএস তৃতীয় বিভাগ ফুটবল লীগের ম্যানেজার লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান।তিনি বলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির ক্রীড়া শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন লীগের হয়ে খেলায় অংশ গ্রহণ করে যথেষ্ট সফলতার সাথে ইন্ডিয়া ও মালেশিয়াসহ বিভিন্ন দেশে খেলতে যাওয়ার সুযোগ লাভ করেছে।এটা শুধু বাঁশখালী নয়,বরং পুরো চট্টগ্রামেরই সুনাম।ভবিষ্যতে যাতে এই একাডেমির খেলোয়াড়রা পুরো দেশের সুনাম বয়ে আনতে পারে সেই জন্যে আমি নিজ থেকে একাডেমিকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি, ভবিষ্যতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে।
বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠা পরিচালক ও কোচ মুহাম্মদ এরশাদ বলেন,দীর্ঘ ১১ বছর যাবত এই একাডেমির খেলোয়াড়দের জন্যে আমি কাজ করে যাচ্ছি,কারো কাছ থেকে কোন বেতন নিই না,বাঁশখালী সহ পুরো দেশের সুনামের জন্যে আমার এই শ্রম,
আমাদের বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা আমার এই একাডেমিকে সহযোগীতা করে থাকেন, এছাড়াও একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ভাই অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছেন তার জন্যে তাকে আমি এবং আমার একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীও এবছর আমাদের একাডেমির জন্যে পাঁচ হাজার টাকা অর্থ সহয়তা দিয়েছেন তাই একাডেমির পক্ষ থেকে ইউনও সাঈদুজ্জমান চৌধুরীকেও ধন্যবাদ জানাচ্ছি।
এসময় এরশাদ আরো বলেন ইতিমধ্যে তার হাতে গড়ে তুলা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমি তানজিদ হোসেন ও মাহিন চৌধুরী মালয়েশিয়া ও শফিউল আকবর ইমন, কিরণ শীল, আতিকুর রহমান ইন্ডিয়ার মতো দেশে চট্টগ্রামের ব্রাইট ক্রিকেট ও চট্টগ্রাম কোয়ালিটি অফ স্কুলের টিমের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে সফলতার সাথে খেলে এসেছে, অপরদিকে আশরাফুল ইসলাম তানভি চট্টগ্রাম জেলা অনুর্ধধ ১৮ দলে স্থান করে নেওয়া ছাড়াও
২০২২-২০২৩ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন লীগে অংশগ্রহণ কৃত টিম চট্টগ্রাম আবহানী লিঃ এ আশরাফুল ইসলাম তানভি,
সাম্প্রতিক ঢাকা তৃতীয় বিভাগের কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলে আসা রাশেদুল বারি সুযোগ করে নিয়েছে চট্টগ্রাম মুক্তিযোদ্বা হয়ে এবং শফিউল আকবর ইমন সুযোগ পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম বিভাগেসহ দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগে আর ১২ জন বিভিন্ন ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছে।
একাডেমির খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যত কামনার পাশাপাশি সরকারের সহযোগীতা কামনা করেন যাতে এই একাডেমির খেলোয়াড়রা পুরো দেশের হয়ে বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক ভাবে সুযোগ পায় সেই জন্যে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন মুহাম্মদ এরশাদ।
No comments:
Post a Comment