একুশে মিডিয়া, বাঁশখালী প্রতিনিধি:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থিক সহযোগীতায় উদ্দীপন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির
আওতায় বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বুধবার (২১ ডিসেম্বর) বিশেষ স্বাস্থ্য
ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন, উদ্দীপন আঞ্চলিক
ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ কোরাইশী, এসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী শাখা
ব্যবস্থাপক মোশরাফ হোসেন, সমৃদ্ধি কর্মসূচি প্রোগ্রাম সমন্বয়কারী রুডল মেলকাম
কুইয়া, প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলামের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ক্যাম্পে
স্বাস্থ্যসেবা প্রদানে ছিলেন, বিষেজ্ঞ ডাক্তারগণ, উল্লেখ্য যে প্রতি তিন মাস পর পর
এই স্বাস্থ্য ক্যাম্প জনস্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে ১৫ জন সেবিকা স্ব-স্ব এলাকায় গিয়ে স্বাস্থ্য
ক্যাম্পের প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
এই স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন রোগের ২১ জন পুরুষ, ২৪ জন শিশু ও ৯০ জন নারীসহ সর্বমোট ১৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়। এতে স্থানীয় জনসাধারণ তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার রক্ষায় উদ্দীপন সমৃদ্ধি কর্মসূচিকে কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No comments:
Post a Comment