- ছেলে রাফাত চৌধুরীর জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে জেনেও গোপন রেখে সহযোগিতা করেছেন জামায়াতের আমির মোহাম্মদ শফিকুর রহমান।
-
- আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান।
-
- আসাদুজ্জামান বলেন, 'তিনি (শফিকুর) স্বীকার করেছেন যে, তার ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বিষয়টি জানতেন। তিনি তার ব্যবস্থাপনায় ছেলেকে নিয়ে আসে। তাকে রিমান্ডে আনা হয়েছে। এ সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।'
-
- আপনার জানা মতে, আপনার সন্তান জঙ্গিবাদের জড়িয়ে যাচ্ছে এটাও অপরাধ। তিনি জানতেন, তার ছেলে সন্ত্রাসবাদের জড়িয়ে গেছে। তার ছেলে হিজরত করেছে, একটি গ্রুপসহ বান্দরবানের উদ্দেশে রওনা করেছে, যেতে পারেনি। তার (ছেলের) সঙ্গে যোগাযোগ করে নিরাপদে নিয়ে আসার জন্য সব ব্যবস্থা করেছে। এটা সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা,' বলেন আসাদুজ্জামান।
-
- অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়-গণমাধ্যমকর্মীদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, 'সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার পরে কেউ যদি ফিরে আসতে চায়, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবেচনা করে সুযোগ দেয়। কিন্তু তিনি (শফিকুর) তো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি। তার ছেলে যে হিজরত করেছে সেটা কাউকে জানাননি। পুরো বিষয়টা গোপন করেছেন।'
No comments:
Post a Comment