প্রমিলা ফুটবলে ২-০ গোলে জিতে ফাইনালে রামগড় উপজেলা টিম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 3 December 2022

প্রমিলা ফুটবলে ২-০ গোলে জিতে ফাইনালে রামগড় উপজেলা টিম

মুহাম্মদ দিদার হোসাইন:

ডিসেম্বর (শনিবার) চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যাপস্থপনায় আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে - গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হলো বাঁশখালী সন্তান সাংবাদিক এরশাদ এর পরিচালনাধীন টিম নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সমন্বয়ে গঠিত টিম রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা

০৩ডিসেম্বর(শনিবার)বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রমিলা ফুটবল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,এতে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টিম অংশ গ্রহণ করে

খেলার শুরু থেকে রামগড়ের খেলোয়াড়রা একের পর এক ফুটবল আক্রমণ করতে থাকে,তবে মানিকছড়ির গোলরক্ষক সব আক্রমণ রুখে দিতে সক্ষম হওয়ার ফলে গোলবিহীন ভাবে প্রথমার্ধের নির্ধারিত সময়ে খেলার বিরতি ঘোষণা করেন দায়িত্বরত রেফারি

বিরতি শেষের দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে অন্তু দাশের পাশে তানিয়া আক্তার ডি- এরিয়াতে বল পেয়ে  দারুণ ভাবে এক শট করলে মানিকছড়ির খেলোয়াড়দের গায়ে লেগে বল গোলপোস্টে ঢুকে পড়ায় গোলে এগিয়ে যায় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থাএর পর থেকে একের পর এক বলের আক্রমণ চালাতে থাকে রামগড় ক্রীড়া সংস্থা,আক্রমণের এক পর্যায়ে নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার মিনিট আগ মুহূর্তে রামগড় ক্রীড়া সংস্থার খেলোয়াড় শারমিন আকতারের পাশ পেয়ে জিনুকের এক চমৎকার শটে আরো ১টি গোল করে দিয়ে মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে - গোলে হারিয়ে সেমিফাইনালে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার জয় সুনিশ্চিত করে দেয় খেলোয়াড় জিনুকএতে নির্ধারিত সময়ে রেফারির বাঁশিতে শেষ হয় সেমিফাইনাল খেলা

এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন,গুনতি ফুটবল একাডেমির প্রধান কোচ- মোহাম্মদ সুলতান,রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার কোচ মোঃ আলী, মেন্টর নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠিতা পরিচালক মোহাম্মদ এরশাদ প্রমূখ

খেলা শেষেরামগড় উপজেলা ক্রীড়া সংস্থাকে ফাইনালে উন্নতি করার সকল খেলোয়াড় কোচ মোঃ আলী এবং উক্ত টিমের মেন্টর মোহাম্মদ এরশাদসহ সকলকেরামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত আন্তরিক অভিনন্দন জানান

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages