জাতীয় প্রেসক্লাবের আবারও সভাপতি ফরিদা ইয়াসমিন ও সম্পাদক শ্যামল দত্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 31 December 2022

জাতীয় প্রেসক্লাবের আবারও সভাপতি ফরিদা ইয়াসমিন ও সম্পাদক শ্যামল দত্ত

একুশে মিডিয়া ডেক্স:

ই-একুশে মিডিয়া
শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ ইং। জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক পদে নতুন করে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত আজ শনিবার (৩১ ডিসেম্বর) শনিবার দিনভর ভোট গ্রহণের পর রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা--জামিল

  • ফরিদা শ্যামল আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ফরিদা ইয়াসমিন ভোট পেয়েছেন ৫৬৭ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট এর আগে টানা দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি  ৪৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান ৪৭৪ ভোট পেয়েছেন  ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ (৫৫৯ ভোট), সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা (৫৮৩ ভোট), যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়া (৫৪০ ভোট) আশরাফ আলী (৪৯১ ভোট), কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী (৫৭৬ ভোট) 
  • ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন- ফরিদ হোসেন (৪৯৫ ভোট), কাজনী রওনক হোসেন (৪২২ ভোট), শাহনাজ সিদ্দীকি সোমা (৩৯০ ভোট), কল্যাণ সাহা (৩৮২ ভোট), শাহনাজ বেগম পলি (৩৬০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭ ভোট), জুলহাস আলম (৩৪৫ ভোট), বখতিয়ার রানা (৩৩০ ভোট) মোহাম্মদ মমিন হোসেন (৩৩০) সীমান্ত খোকন (২৮৯ ভোট)  নির্বাচিতরা আগামী দুবছর সাংবাদিকদের শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেবেন নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটার ছিলেন হাজার ১০২ জন 
  • নির্বাচনে ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা-শ্যামল পরিষদ এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে এছাড়াও প্যানেলের বাইরে আরও ১০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 
  • শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায় এরপর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে ভোট গণনা শুরু করেন সদস্যরা সদস্যের কমিটিতে ছিলেন- জাফর ইকবাল, এস এম শওকত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), মিনার মনসুর, শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান, নবনীতা চৌধুরী একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages