মোহাম্মদ ছৈয়দুল
আলম:
চট্টগ্রামেরবাঁশখালীমুক্তিযুদ্ধেরবিজয়মেলাপরিষদকর্তৃকআয়োজিতপ্রতিবছরেরন্যায়এবছরও৫দিনব্যাপীমুক্তিযুদ্ধেরবিজয়মেলা (২৭ডিসেম্বর) মঙ্গলবারবিকালেবাণীগ্রামসাধনপুরউচ্চবিদ্যালয়গেইটসংলগ্নমাঠেজাতীয়সঙ্গীতপরিবেশনওজাতীয়পতাকাউত্তোলনেরমাধ্যদিয়েবিজয়মেলারশুভউদ্ভোধনহয়েছে।
ই-একুশে মিডিয়া
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোরশেদ এর সভাপতিত্বে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাধবপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামাল, সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রায়ান জান্নাত। যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগ নেতা দাউদ মানিককের সঞ্চালনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, লায়ন শেখর দত্ত, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস উল হক, ভিপি শামসুল আলম, বাঁশখালী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস, সহ-সভাপতি করুনাময় ভট্টাচার্য, ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদ, যুবলীগ নেতা আবুল কালাম, খোরশেদ আলাম, লুফৎর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষিকলীগ, শ্রমিক, ছাত্রলীগের নেতৃত্ববৃনন্দ প্রমূখ।
বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ৫ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই বিজয় মেলা আগামী শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত চলবে এবং প্রতিদিন আলোচনা সভা শেষে টিভি ও বেতারের অন্তর্ভুক্ত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment