বাঁশখালী ও হাটহাজারী থেকে সিএনজি চোর চক্রের ৭জন গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই সিএনজি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 24 December 2022

বাঁশখালী ও হাটহাজারী থেকে সিএনজি চোর চক্রের ৭জন গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই সিএনজি

একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:

সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এসময় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় চট্টগ্রামের হাটহাজারী বাঁশখালীর বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাউজানের গহিরার নম্বর ওয়ার্ডের ধলই নগরের মো. মনসুরের ছেলে মো. সুমন (২৭), হাটহাজারীর গড়দুয়ারার গড়দুয়ারার কামাল হোসেনের ছেলে মো. রিয়াদ (২২), বাঁশখালীর বাহারছড়া ইউপির চাপাছড়ি গুরু মাতাব্বর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৬), নগরীর বায়েজিদ বোস্তামির নয়ারহাটের বদিউল আলমের ছেলে আবু তালেব (৩১), বায়েজিদের রৌফাবাদ রেল লাইনের পাশে রুহুল আমিনের বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), নয়ারহাট মাহবুবের গ্যারেজের মো. ফারুকের ছেলে মো. রাসেল খাঁন (২৯) এবং বাঁশখালীর কালিপুর ইউপির পশ্চিম কোকদন্ডির জাফর আহমদের ছেলে মো. আনিছ (২৬)

বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হাবিব ফয়সাল মো. রফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, হাটহাজারী উপজেলার ফরহাদাবা ইউনিয়ন থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হওয়ার পর বিশেষ অভিযান চালানো হয় অভিযানে চট্টগ্রাম বাঁশখালি উপজেলা থেকে জনকে গ্রেপ্তার করা হয় এসময় তাদের কাছ থেকে ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে

তিনি আরও বলেন, গত ২১ ডিসেম্বর থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান বাঁশখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে

উদ্ধারকৃত চোরাই সিএনজি গাড়ি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages