একুশে মিডিয়া, বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী উপজেলার খানখানাবাদ
সরকারি
প্রাথমিক
বিদ্যালয়ের
সাবেক
প্রধান
শিক্ষক
আলহাজ্ব
মাওলানা
নুরুন্নবী
চৌধুরী
রবিবার
(২৫
ডিসেম্বর)
রাত
সাড়ে
১০টায়
তিনি
নিজ
বাড়ীতে
ইন্তেকাল
করেছেন
(ইন্নালিল্লাহি
ওয়া
ইন্না
ইলাইহি
রাজিউন)। তিনি ৪নং বাহারছড়া
ইউনিয়নের
ইলশা
গ্রামের
মনছুর
আলী
চৌধুরী
বাড়ির
মাওলানা
মরহুম
ফয়েজ
আহাম্মদ
চৌধুরীর
একমাত্র
পুত্র
আলহাজ্ব
মাওলানা
নুরুন্নবী
চৌধুরী
(অবসরপ্রাপ্ত
প্রধান
শিক্ষক
সরকারি
বিদ্যালয়)
তাঁহার
বয়স
হয়েছিল
৯০
বছর,
মৃত্যুকালে
তিনি
স্ত্রী,
৪
ছেলে,
৩
মেয়েসহ
নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (২৬ ডিসেম্বর)
দুপুর
২
টায়
মরহুম
নিজ
বাড়ী
সংলগ্ন
মাঠে
নামাজে
জানাজায়
ইমামতি
করেন
শাহ্
সুফি
মাওলানা
আলহাজ্ব
আবদুল
মজিদ
(মঃজিঃআঃ)
জানাযা
শেষে
মরদেহ
পারিবারিক
কবরস্থানে
দাফন
করা
হয়।ই-একুশে মিডিয়া
মাওলানা নুরুন্নবী চৌধুরী |
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন,
দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এর ডাইরেক্টর, চট্টগ্রাম ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বদুরুল হক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ লোকমান, বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, আনসার ও ভিডিপির উপ মহাপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, চসিক কর কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা দেলোয়ার আজিমসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক, শিক্ষাক সমাজের নেতৃত্ববৃন্দরা।
No comments:
Post a Comment