একুশে মিডিয়া, রাঙ্গুনিয়া রিপোর্ট:
রাঙ্গুনিয়া উপজেলায় গরুর গলার রশি খোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে দুই সহোদর খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম খুরুশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (২২) ও কামাল হোসেন (১৮)।
এ ঘটনায় স্থানীয় লোকজন ‘হামলাকারী’ প্রতিবেশী বাবা শফিকুল ইসলাম (৬২) ও তার ছেলে খোরশেদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুর ইসলাম।
স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার দুপুরে বাড়ির কাছে মাঠে নিহত জালাল গরু চড়তে দিয়ে আসেন। কিছুক্ষণ পর গিয়ে তিনি গরুর গলায় রশি না দেখে খুঁজতে থাকেন। অদূরে তিনি সেই রশি আটক ব্যক্তি শফিকুলের কাছে দেখতে পান। এ নিয়ে তাদের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে শফিকুল মাথায় আঘাত পান। বিষয়টি শফিকুলের তিন ছেলে জানতে পেরে বিকালে দলবেঁধে গিয়ে জালালের ওপর হামলা চালায়।
এসময় তাকে বাঁচাতে এগিয়ে যান তার ভাই কামাল এবং প্রতিবেশী আরও কয়েকজন। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় জালাল ও কামাল বলে স্থানীয়দের উদ্ধৃত করে জানায় পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুর ইসলাম সাংবাদিকদের বলেন, ছুরিকাঘাতে আহত দুই ভাইকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গরুর গলার রশি খোলা নিয়ে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা হয় জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় শফিকুল ও তার এক ছেলে খোরশেদকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment