বাঁশখালীতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এমপি মোস্তাফিজ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 January 2023

বাঁশখালীতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এমপি মোস্তাফিজ

মোহাম্মদ ছৈয়দুল আলম:

বাঁশখালীতে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালীতেও শুরু হয়েছে বই উৎসব  ২০২৩ নতুন বছরের প্রথম দিন রোববার ( জানুয়ারি) সকাল থেকে বাঁশখালী উপজেলার  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্যবই গত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে  বাঁশখালী উপজেলার প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের প্রায় ২২০টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শতাধিক কিন্ডার গার্টেন এবতেদায়ী মাদ্রাসায় ২০২৩ সালের নতুন বই বিরতণ করা হয়

এদিকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি চৌধুরী উচ্চ বিদ্যালয়, কালীপুর নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপজেলার বিভিন্ন স্কুলেও চলছে বই উৎসব নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুশি বই বিতরণ শেষে কালীপুর নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতলা নতুন ভবন শুভ উদ্ভোধন করেন তিনি।

বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপেজলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর এম পি বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোছাইন, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমি আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ

 
ই-একুশে মিডিয়া


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages