দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:
এ-একুশে মিডিয়া |
এদিকে কালীপুর নাসেরা খাতুন রাজ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানে নাসেরা খাতুন রাজ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি সুমন শাহেদ ছিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক কায়সারুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, সাবেক প্রচার সম্পাদক সরওয়ার কামাল, নাসেরা খাতুন রাজ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম দুলা হোসেন ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment