দিদার হোসাইন,স্টাফ রিপোর্টার:
ই-একুশে মিডিয়া |
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ সনদপত্র বিতরণী অনুষ্ঠানে অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে সনদপত্র ফুটবল ও ক্রিকেটাঙ্গনে দক্ষ সংগঠক হিসেবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে সাফল্য অর্জন করায় সংগঠকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সিজেকেএস এর সহ সভাপতি ও শেখ কামাল ২য় যুব গেমস ২০২৩ আন্ত-উপজেলা চট্টগ্রাম পর্বের কো অর্ডিনেটর হাফিজুর রহমানের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি এবং চট্টগ্রামের সাবেক সফল সিটি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু,সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,সিজেকেএস ফুটবল সম্পাদক মোঃ শাহাজাহানসহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা সনদপত্র প্রদান করে সম্মানিত করায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠক মোহাম্মদ এরশাদ। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment