একুশে মিডিয়া, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘের উদ্যাগে অসহায় দরিদ্র শীতার্তদের
মধ্যে শীতবস্ত্র বিতরণ শনিবার (৩১ ডিসেম্বর) সকলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে
করেন
অত্র
সংঘের
সসভাপতি
এম
শওকতুল
ইসলাম
আজাদ,
প্রধান
অতিথি
ছিলেন
বাঁশখালী
উপজেলা
ওলামা
পরিষদের
সভাপতি
আলহাজ্ব
মাওলানা
রফিকুল
ইসলাম,
বিশেষ
অতিথি
মাষ্টার
মুহাম্মদ
ইসমাঈল
সকল
সদস্যদের
উপস্থিতিতে
শীত
বস্ত্র
বিতরণ
করা
হয়েছেই-একুশে মিডিয়া
এসময় অতিথিরা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
No comments:
Post a Comment