একুশে মিডিয়া, চট্টগ্রাম:
সোমবার ১৮ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন- শাওন দাশ (২২) ও আমির হোসেন (১৯)। মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এস রেজাউল করিম বলেন, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিল ৪-৫ জনের একটি দল। পরে স্থানীয়রা টের পাওয়ার পর তাদের ধরার চেষ্টা করে। এর
মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ই-একুশে মিডিয়া
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, চোর আটক করার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয়। তাদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো চট্টমেট্রো খ ১১-০০৮০ নাম্বারের গাড়িটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment