গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরিকালে ২ যুবক জনতার হাতে আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 January 2023

গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরিকালে ২ যুবক জনতার হাতে আটক

একুশে মিডিয়া, চট্টগ্রাম:

ই-একুশে মিডিয়া
সোমবার ১৮ জানুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঘটনা ঘটে  আটক দুইজন হলেন- শাওন দাশ (২২) আমির হোসেন (১৯)  মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এস রেজাউল করিম বলেন, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিল - জনের একটি দল  পরে স্থানীয়রা টের পাওয়ার পর তাদের ধরার চেষ্টা করে এর মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, চোর আটক করার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো চট্টমেট্রো ১১-০০৮০ নাম্বারের গাড়িটি জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages