উজ্জ্বল
রায়, নড়াইল থেকে:
আজ মঙ্গলবার (১০ জানুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ) নড়াইলের সদর উপজেলার দৌলতপুর চর পাড়ার নূরন্নবী শেখ এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফারজানা খানম নামে এক তরুণী। নড়াইলের সদর উপজেলার বাঁশগ্ৰাম ইউনিয়নের দৌলতপুর চরপাড়ার ছত্তার শেখের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবী শেখের (২৮) বাড়িতে অনশনে বসেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্ৰামের নূর আলম মোল্লার মেয়ে ফারজানা খানম (২০)। অনশনরত ফারজানা খানম বলেন, নূরন্নবী শেখের সাথে আমার প্রায় ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়াই।ই-একুশে মিডিয়া
দেখা ও সম্পর্কের মধ্যে দিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যাটিং ও অন্তরঙ্গ ছবিসহ ভিডিও আলাপ হয়। সে কুমিল্লা থেকে খুলনায় বদলির জন্য আমার কাছ থেকে গলার চেইন বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়েছেন। আমি নুরুন্নবী শেখকে বিয়ে করে সংসার করতে চাই। নূরন্নবী শেখ যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। তবে ছেলে নুরুন্নবী ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছি। তার বাবার সাথে কথা বলেছি। ছেলে বাড়িতে না থাকায় তাকে চলে যাওয়ায় পরামর্শ দিয়েছি পরে আমরা একটা ব্যবস্থা করব। তবে মেয়ে যেতে চাইছে না। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment