দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বঙ্গোপসাগরের খাটখালী থেকে প্রায় ৭ কিঃ মিঃ পশ্চিমে বোট ডাকাতির ঘটনা ঘটে,এতে ডাকাতদের আক্রমণে অন্তত ৪ জেলে আহত হয়েছে,মাছ ও বোটের মেশিনসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা নিয়ে গেছে বলে বোট মালিক সুত্রে জানা গেছে।
২৮ জানুয়ারি (শনিবার) বাঁশখালী উপজেলার সরল ইউপির তৈয়ব উল্লাহ কোম্পানির "আল্লাহর দান" নামক একটি ফিশিং বোট সাগর থেকে মাছ ধরে আসার পথে বঙ্গোপসাগরের খাটখালী মোহনা প্রায় ৭ কিঃ মিঃ পশ্চিমে আসলেই একদল ডাকাত বোট নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে"আল্লাহর দান" নামক বোটে ডাকাতরা হানা দেয়।এসময় বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের তৈয়ব উল্লাহ কোম্পানির মালিকানাধীন "আল্লাহর দান" নামক ফিশিং বোটের জেলেদের মারধর করে বোটের মেশিন, মাছ ও জালসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও ডাকাতদের আক্রমণে অন্তত ৪ জেলে আহত হয়। আহতদের দুলাল নামের এক জনের অবস্থা আশংকাজনক বলে জানান বোট মালিক তৈয়ব উল্লাহ। আহতরা হলেন,নোয়াখালীর রামগতির মোঃ দুলাল (৪৫),রামগতির মোঃ দিদার(৩৪),বাঁশখালীর গণ্ডামারা ইউপির বড়ঘোনার জিয়াউর রহমান, ৭নং সরল ইউনিয়নের মোঃ ফোরকান।
বোট মালিক তৈয়ব উল্লাহ কোম্পানি বলেন, বঙ্গোপসাগরের খাটখালী এলাকায় "আল্লাহর দান" নামক আমার একটি ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা আমার বোটের মেশিন, মাছ, জালসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে, এসময় আমার বোটে কর্মরত জেলেদের মারধর করে, ডাকাতদের আক্রমণে আমার বোটের ৪ জন স্টাফ আহত হয়।আহতদের মধ্যে দুলাল নামের এক জন বোট স্টাফের অবস্থা গুরুতর হওয়ার ফলে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে,এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান বোট মালিক তৈয়ব উল্লাহ।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম জানান,ঘটনাটি বোট মালিক তৈয়ব উল্লাহ আমাকে জানিয়েছে কিন্তু ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের কুতুবদিয়া সীমানার বাহিরে, বাঁশখালীর সীমনায় নয়,তাই এই বিষয়ে কুতুবদিয়া থানার ওসির সাথে কথা বললে সব তথ্য জানতে পারবেন,যেহেতু ঘটনাটি কুতুবদিয়া থানা এলাকায় ঘটেছে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment