একুশে মিডিয়া, মুক্তমত:
শিক্ষা,
শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। লাখো তারুণ্যের প্রাণের উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা আর ভালোলাগার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম জন্মদিন। ছাত্রলীগের জন্ম না হলে কখনও বাঙালির লড়াই সংগ্রামের ইতিহাস নির্মিত
হত না। কখনও সাধারণ মানুষের অধিকার আদায়ে রঞ্জিত হত না রাজপথ। গুমরে কাঁদত মানবতা। এ জন্যই জাতির পিতা বলেছিলেন,ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস।
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাই বঙ্গবন্ধু তানয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম.পি মহোদয়ের প্রতি। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।
শুভ জন্মদিন 'বাংলাদেশ ছাত্রলীগ' অতীতের ন্যায় তোমার হাত ধরেই রচিত হোক মহাকালের শ্রেষ্ঠ ইতিহাস। ইতিহাসের পাতায় পাতায় অনন্ত অক্ষয় হয়ে থাকুক তোমার নাম।
শুভেচ্ছান্তেঃ
মোঃ আরফাতুল ইসলাম সুমন
কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ
No comments:
Post a Comment