বাঁশখালী প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি বলেছেন, বর্তমান সরকার সনাতনী সমাজের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এদেশে কোন সংখ্যালুঘু থাকবে না,সবাই আমরা বাঙ্গালি, কাদে কাদ তমিলিয়ে সবাই আমরা একসাথে যু্দ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। তিনি গতকাল শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী নিমকালী মন্দিরের বার্ষরিক উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন,বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নে অসাম্প্রদায়িক দেশ গড়তে আমরা সবাই বদ্ধ পরিকর।তিনি ঐতিহ্যবাহী নিমকালী মন্দিরের সার্বিক উন্নয়নেব বিভিন্ন উন্নয়নমুলক পরিকল্পনার কথা ঘোষণা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলাচরণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়ে আজ রবিবার সকালে উযাকীর্তনে গ্রাম পরিক্রমার মধ্যে দিয়ে শেয হয়েছে। চারদিন ব্যাপী উৎসবের বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, চন্ডী পাঠ,মায়ের পূজা,সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা, ভোগরাগ,ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্তন, অন্ন প্রসাদ বিতরণ,আলোক সজ্জা, সংবর্দনা অনুস্ঠান ও বিশ্ব শান্তি কামনায় প্রথর্না সভা। ভক্তদের ভিড় এড়ানো বা সীমিত রাখতে আমাদের সকল অনুষ্ঠানমালা মন্দিরের ফেইসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। চারদিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী। মন্দিরের প্রতিষ্ঠা সভাপতি বীর মুক্তিযোদ্বা অসিত সেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকতা জনাব মো সাইদুজ্জান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন ঢাকার মহাব্যবস্হাপক(বার্তা)অনুপ খাস্তগীর,জন্মাষ্ঠমী উৎযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, ঋষিকুম্ভ মেলার সাধারণ সম্পাদক অনুপ বরুণ দাশ,বাশঁখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ও মন্দিরের প্রধান উপদেষ্টা অজিত কুমার দাশ। বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শিবেন্দু খাস্তগীর, সদস্য সচিব শেখর দাশ।এবছর নিমকালী মন্দির পরিচালনা পরিষদের পক্ষে উপজেলার একজন সমাজ হিতৈষী বীর মুক্তি যোদ্ধা লায়ন অসিত সেন কে সংবর্ধনা জানানো হয়। ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তনে দেশের প্রখ্যাত শিল্পীরা অংশ গ্রহণ করেন। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment