ষ্টাফ রিপোর্টার:
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে ‘মাদকাসক্ত’ যুবকের দায়ের কোপে কোরবান আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন, এ ঘটনায় গুরুতর আহত অন্তত আরও দুই জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।ই-একুশে মিডিয়া
ঘাতক মোঃ জমির উদ্দিন (কালু) কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টার দিকে বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ আদর্শগ্রাম ইকোপার্ক সড়কে এ ঘটনা ঘটে। নিহত কোরবান আলী পূর্ব শীলকূপ আদর্শগ্রাম এলাকার মৃত হাকিম আলীর পুত্র ।
আহতরা হলেন, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) এবং কবির আহমদের ছেলে মীর হোসেন (২৫) সহ বেশ কয়েকজন। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালু একই এলাকার মৃত জাকির মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, ওই এলাকায় মাদকাসক্ত মোঃ জমিন উদ্দিন প্রকাশ কালু ও কোরবান আলীর জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির উদ্দিন দা দিয়ে কুপিয়ে কোরবান আলীসহ আরও ৩ জনকে আহত করে। পরে আহতদের মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম বলেন, সংঘর্ষে আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন ছিল।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালুকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment