উজ্জ্বল
রায়, নড়াইল:
বিলুপ্তপ্রায়
গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাপ-দাদার সেই
পুরনো স্মৃতি লাঙ্গল-গরুর
হালচাষ। চাষি খেতে চালাইছে
হাল, তাঁতি বসে তাঁত
বোনে, জেলে ফেলে জাল,
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার,
তারি পরে ভর দিয়ে
চলিতেছে সমস্ত সংসার বিশ্ব।’
কবির এই অমর পঙ্ক্তিটি
বাঙালির জীবনে আবার ফিরে
এসেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, এক
সময় লাঙ্গল-গরুর হাল
ছাড়া জমি প্রস্তুতের কথা
চিন্তাই করা যেত না।
কিন্তু কালের আবর্তে তা
হারিয়ে গেলেও বাংলার এ
অতীত ঐতিহ্যের চিত্র এখনও দেখা
যায় নড়াইলের গ্রামগুলোতে। চিত্রা, নবগঙ্গা, কাজলা, আফরা, নলিয়া
ও মধুমতি নদী বিধৌত
নড়াইলে আদিকাল থেকে কৃষি
কাজে ব্যবহার হতো হাল, লাঙ্গল
ও মই। একুশে
মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ই-একুশে মিডিয়া
No comments:
Post a Comment