ফিরে দেখা ২০২২- বাঁশখালী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 5 January 2023

ফিরে দেখা ২০২২- বাঁশখালী

মোহাম্মদ ছৈয়দুল আলম:


না ফেরার দেশে চলে গেলেন আর ফিরে আসবে না সাবেক প্রতিমন্ত্রী  জাফরুল ইসলাম চৌধুরী

০৮ নভেম্বর ২০২২ সাবেক প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান জাফরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন থেকে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেনজাফরুল ইসলাম চৌধুরী বিএনপির বাঁশখালী আসন থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি সরকার আমলে তিনি পরিবেশ বন জলবায়ু প্রতিমন্ত্রী ছিলেন

 

 

 

 

 

উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন


১০ ডিসেম্বর ২০২২ ইং অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সমঝোতার ভিত্তিতে মোস্তাফিজুর রহমান এমপি ফের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এছাড়া ফের সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক আবদুল গফুরচট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেটের অদূরে নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি এ কমিটি ঘোষনা করেন।

 

 

 

হাইকোর্টে মামলার আসামী হলেন ইউএনও, এসিল্যান্ড সহ ৭জন


২০ নভেম্বর ২০২২। ফরিদা আকতারের জায়গা জবর দখল চেষ্টা গাছপালা কেটে বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী আমিরাঘোনা এলাকার প্রায় কানি জায়গার উপর ঘরবাড়ি ভেঙে শত শত গাছপালা কেটে তান্ডব চালানোর ঘটনায় ফরিদা আকতার মহামান্য হাইকোর্টে গত ডিসেম্বর রিট পিটিশন নং ১৪৯৯৩/২২ দায়ের করলে বিচারপতি কেএম কামরুল কাদের বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ বিগত ১১ ডিসেম্বর তারিখে উক্ত জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করে রিট মামলায় ভূমি সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ারসহ জনকে বিবাদী করা হয়

 

 

বিএনপি পুলিশ সংঘর্ষে আহত ৩০


২৬ আগস্ট ২০২২বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেনবাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নিজ বাড়ী সংলগ্ন এলাকায়  ইটপাটকেল নিক্ষেপ পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেবিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশ শেষে মিছিল নিয়ে মূল সড়কে ওঠার সময় তাদের ওপরঅতর্কিতহামলা চালায় পুলিশ পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান বলেন, বিএনপির মিছিল থেকে মূল সড়কে আসার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেনপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি

পুলিশ-বিএনপি সংঘর্ষ, তিন মামলায় আসামি ৪৫০

২৬ আগস্ট ২০২২বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে একইদিন রাতে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করে মামলায় বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে ৪শনেতাকর্মীকে আসামি করা হয়েছে পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় করা এসব মামলায় ৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার অজ্ঞাত আসামি ৩০০ থেকে ৪০০ জন

রাতের আঁধারে ট্রাকে করে মুদি দোকানে টিসিবির পণ্য, ডিলারশিপ বাতিল


বাঁশখালীতে রাতের আঁধারে ট্রাকে করে মুদি দোকানে টিসিবির পণ্য সরবরাহের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল জামানত বাজেয়াপ্ত হয়েছে সোমবার (১৯ ডিসেম্বর ২০২২) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রধান কর্মকর্তা খোন্দকার নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে তবে বিষয়টি জানাজানি হয় আজ বৃহস্পতিবার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ডিলার আমান উল্লাহ চৌধুরী স্থানীয় প্রশাসনকে অবহিত এবং উত্তোলিত সকল পণ্য কার্ডধারীদের নিকট বিক্রয় না করে বেশি দামে পণ্য বিক্রয়ের লক্ষ্যে কালোবাজারি করার উদ্দেশ্যে টিসিবি পণ্য স্থানীয় দোকানে গচ্ছিত রাখায় মামলা দায়ের হওয়ায় টিসিবি ডিলারশিপ চুক্তিপত্রের ১৪ এর (), () () নং শর্ত মোতাবেক জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিলের জন্য কর্তৃপক্ষ অনুমোদন প্রদান করেছেন বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো

এর আগে ২১ সেপ্টেম্বর ২০২২। টিসিবির পণ্য কালোবাজারির ঘটনায় উপজেলা প্রশাসনের নির্দেশে সাধনপুর ইউনিয়ন পরিষদের সচিব নোভেল ভট্টাচার্য বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন

মামলার আসামিরা হলেন সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসার্স আমান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আমান উল্লাহ চৌধুরী (৫৭), মেসার্স আমান এন্ড ব্রাদার্সের বিক্রয়কর্মী পূর্ব বৈলগাঁও এলাকার সেহাবুল হকের ছেলে মো. মারুফুল হক (২৮), বাণীগ্রাম এলাকার মাওলানা তৌহিদুল আলমের ছেলে রাহাদুল আলম রিয়াদ (৩২) গুনাগরী আলম স্টোরের স্বত্বাধিকারী মো. রাসেল (২৪)এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২২। রাতে টিসিবির পণ্যের ডিলার মেসার্স আমান এন্ড ব্রাদার্সের দুটি ট্রাক থেকে গুণাগরি বাজারের আলম স্টোর নামক একটি দোকানে মালামাল সরবরাহ করার সময় স্থানীয় সাংবাদিকরা দেখে ফেলেন পরে ট্রাক দুটির পিছু নিয়ে ধাওয়া দিলে বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১টি ট্রাক আটক করতে সক্ষম হন তারা অপরটি পালিয়ে যায়

স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বছর পর চালু অপারেশন থিয়েটার


৩১ জুলাই, ২০২২চিকিৎসা সেবার মান বাড়াতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছর পর অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়েছে সফলভাবে অপারেশনের মাধ্যমে শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো নতুন ওটির

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার জানান, ‘সেবার মান বৃদ্ধি করার জন্য ইতোপূর্বে ডিজিটাল এক্স-রে চালু করা হয়েছে এরপর সন্তান সম্ভবা নারীদের অস্ত্রোপচার সুবিধার জন্য অপারেশন থিয়েটার চালু করা হলো বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরীর সার্বিক সহযোগিতায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়েছে বলে তিনি জানান

দালাল মুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড


২০২২। বাঁশখালী উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা নিশ্চিত করণ গ্রাহক হয়রানিমুক্ত করণের লক্ষ্যে দালালদের বিরুদ্ধে সতর্ক নজর রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানসহকারী কমিশনার(ভূমি) হিসাবে বর্তমান এসি ল্যান্ড খন্দকার মাহমুদুল হাছান যোগদান করার পর থেকে বাঁশখালী ভূমি অফিসকে দালাল মূক্ত হয়রানী মুক্ত করার ঘোষনা দিয়ে একের পর এক দালাল পাকড়াও শুরু করলে / মাসের মধ্যে প্রায় ৫০ জন দালালকে গ্রেফতার করে মুচলেকা নিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়ার পর দালালদের দৌরাত্ব একেবারে বন্ধ না হলেও অনেকাংশে কমে আসেভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে হয়রানি মুক্ত ভূমি সেবা দিতে প্রস্তুত বাঁশখালী ভূমি অফিস দালালের খপ্পরে না পড়ে ভূমি সেবা নিতে সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ  করার জন্যে জন্যে সবাইকে অনুরোধ জানান সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান

কয়লা বিদ্যুৎকেন্দ্রে চীনা রাষ্ট্রদূত


০২ জুন ২০২২ বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১২২৪ মেগাওয়াট কয়লাভিত্তিক এসএস পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু  ঘোষণা দিলেও তা সম্ভব হয়নি। এ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং কথা বলেছিলেনভ ইতোমধ্যেই বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারাচীনা রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি  ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধন করার কথা। চীনা রাষ্ট্রদূত লি জিমিং আরো বলেছিলেন, 'এই পাওয়ার প্ল্যান্টে আমি প্রথমবার এলাম চীনা কর্মী চীনা সংস্থার সহায়তায় এই ধরণের প্রচুর পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে এটির কাজ খুব শিগগির শেষ হতে যাচ্ছে আমি পায়রাতে গিয়েছি সেটাও একই আকারের দশমিক বিলিয়ন ডলার ব্যয়ে এই এসএস পাওয়ার প্ল্যান্টটি এস আলম গ্রুপের ৬টি প্রতিষ্ঠান (ইকুইটির ৭০ শতাংশ), চীনের এসইপিসিও ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন, এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে চীনা রাষ্ট্রদূত বলেন, 'এটি উচ্চ প্রযুক্তির প্রযুক্তি, একে সুপারক্রিটিকাল প্রযুক্তি বলা হয় আমি যেটা জানি সেটা হলো এখান থেকে শুধু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে এবং অন্য কোনো দূষণের কিছু নেই'আমি নিশ্চিত যে চট্টগ্রামবাসীর জন্য মেট্রোরেল খুব সহায়ক হবে আমি আশা করি আমরা চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পে অবদান রাখতে পারব আমি নিশ্চিত যে সরকার একটি নির্দিষ্ট প্ল্যান্টের অনুমোদন দিলে আরও দ্রুত তা করতে পারব

হজের খুতবার বাংলা অনুবাদকারী মাওলানা শোয়াইব বিন রশীদ মাক্কী


২০২২ সালের হজের খুতবা বাংলায় অনুবাদ করেন হাফেজ মাওলানা শোয়াইব বিন রশীদ মাক্কী তিনি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত বি রশীদের ছেলে১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন এরপর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেনশোয়াইব মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক তার সহকারী হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা খলিলুর রহমান বাড়ি কুমিল্লার শাসনগাছায়  জিলহজ মাসের নবম দিন আরাফাতের ময়দানে উপস্থিত মুসলিমদের উদ্দেশে আরবিতে খুতবা দেবেন নির্ধারিত খতিব মসজিদে নামিরা থেকে দেওয়া এই খুতবা বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হবে

প্রসঙ্গত, ২০১৮ সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদ প্রকল্পের যাত্রা শুরু হয় এরপর দুই বছর ধরে হজযাত্রীদের বিভিন্ন ভাষায় সেবা দেওয়ার অংশ হিসেবে সরাসরি বাংলা ভাষায় খুতবা অনুবাদের কার্যক্রম চলছে

চাম্বলে নির্মিত হচ্ছেবঙ্গবন্ধু জামে মসজিদ


বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‌‘বঙ্গবন্ধু জামে মসজিদনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে

বুধবার (২৩ মার্চ ২০২২) সকালে উপজেলার পূর্ব চাম্বল নম্বর ওয়ার্ড সোনারখীল গ্রামে (১৬ শতক) জমির উপর নির্মিত মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী

সময় মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন চাম্বল দারুল উলুম (বড়) মাদরাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আব্দুল জলিল

উল্লেখ্য, তিনি বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম ২০১৮ সালের ২৬ মার্চ ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে চাম্বল ইউনিয়ন পরিষদে শহীদ মিনার স্থাপন করে দেশ ব্যাপী আলোচিত হয়েছেন

পৌরসভা নির্বাচন


১৬ জানুয়ারী ২০২২ ইং অনুষ্ঠিত বাঁশখালী পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) এডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৩৪৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম হোছাইনী মোবাইল প্রতীকে পেয়েছেন হাজার ৩৬৫ ভোট সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- , ৩নং ওয়ার্ডে রোজি আক্তার, , ৬নং ওয়ার্ডে রোজিনা সুলতানা রুজি, , ৯নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি সাধারণ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জামশেদ আলম, ৪নং ওয়ার্ডে মো. আরিফ মাঈন উদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক, ৬নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আব্দুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব দাশ নং ওয়ার্ডে বদিউল আলম

ইউপি নির্বাচন


১৫ জুন ২০২২ ইং অনুষ্ঠিত ৭টি .লীগ, ৩টিতে বিদ্রোহী জয়ী বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া অনেকটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) টিতে, বিদ্রোহী ৩টি, স্বতন্ত্র (বিএনপি সমর্থিত) ২টি এবং জামায়াত সমর্থিত প্রার্থী ১টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন নির্বাচিত ১৩ ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে ৭জন পুনরায় নির্বাচিত হয়েছেন সরল ইউপিতে রশিদ আহমদ চৌধুরী (নৌকা), কালীপুর ইউপিতে শাহাদত আলম (নৌকা), বাহারছড়া ইউপিতে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা), বৈলছড়িতে মো. কফিল উদ্দিন (নৌকা), শীলকুপ ইউপিতে কায়েশ সরোয়ার সুমন (নৌকা), খানখানাবাদ ইউপিতে জসীম উদ্দিন হায়দার (নৌকা) এবং কাথরিয়া ইউপিতে ইবনে আমিন (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র বিজয়ীরা হলেন ছনুয়া ইউপিতে এম হারুনুর রশিদ, সাধনপুর ইউপিতে কে এম সালাহ উদ্দিন কামাল এবং পুঁইছড়ি ইউনিয়নে মো. তারেকুর রহমান বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত পুননির্বাচিত দুজন হলেন গণ্ডামারা ইউপিতে মো. লেয়াকত আলী এবং পুকুরিয়া ইউপিতে মো. আসহাব উদ্দিন জামায়াত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখেরখীল ইউপিতে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী

জেলা পরিষদ নির্বাচন


১৭ অক্টোবর ২০২২ ইং অনুষ্ঠিত। বাঁশখালী ১৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্যপদে অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হনঅপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক সিকদার (উট পাখি) প্রতীকে ৩৭ পেয়েছেন,মোঃ আলমগীর কবির (টিউবওয়েল) প্রতীকে ২৩ ভোট, হামিদ উল্লাহ হামিদ (বক) প্রতীকে ১৮ ভোট, মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়া) প্রতীকে ভোট, শাহাদাত হোসেন চৌধুরী তানজু (হাতি) প্রতীকে ভোট, মোঃ আব্দুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ভোট, কল্যাণ বড়ুয়া (ঘুড়ি) প্রতীক এক ভোটও পাননি 

ইভিএম না হলে ভোট রাতেই নিয়ে নিতাম: চাম্বলের চেয়ারম্যান


২৮ মে ২০২২।ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমিই মেরে দিতাম’, নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন বক্তব্যের ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে

চাম্বল ইউনিয়নের বাংলাবাজার নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী সময় তিনি এমন বক্তব্য দেনভিডিওতে দেখা যায়, বক্তব্যে তিনি হ্যান্ডমাইকে বলছেন- ‘রিকশায় করে পারেন, যেভাবে পারেন এসে ভোট দেওয়ার কারণইভিএম’- ভোট ইভিএম না হলে সব আমিই মেরে দিতাম, কাউকে খুঁজতাম না কথা বুঝেন নাই, ইভিএমে আইডি কার্ড না ঢুকালে হয় না

চাম্বল ইউপি নির্বাচন ‘কথা রাখলেন’ মুজিব


২০২২  চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল ১৫ জুন।ওই সময় নির্বাচনী প্রচারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক চৌধুরী বলেছিলেন, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন ওই বেফাঁস মন্তব্যের কারণে ভোট স্থগিতের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা হয় ঘটনার প্রায় চার মাস পর সেই নির্বাচনে তাঁর ঘোষণা করা অনিয়মই দেখা গেল

এই নির্বাচনে হাজার ৩৩২ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী মজিবুল হক চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের ফজলুল কাদের পেয়েছেন পাঁচ হাজার ৫৬২ ভোট

যানবহন ও মালবহনের  দখলে আঞ্চলিক মহাসড়ক বাঁশখালী


মালবাহী ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশার দখলে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক (কর্ণফুলী-পটিয়া-আনোয়ারা-বাঁশখালী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার মানুষের চলাচলের প্রধান এটিএসব কারণে এলাকাবাসীর চলাফেরা দুঃসহ হয়ে পড়েছে  চরম আকার ধারণ করেছে মানুষের ভোগান্তি চালকরা রাস্তায় যেখানে-সেখানে ট্রাক, বাস ও সিএনজি থামিয়ে যাত্রী উঠানামা ও মালামাল লোড-অনলোড করণ এবং সড়কের উপরে অঘোষিত স্ট্যান্ড স্থাপন করে রেখেছেন শ্রমিক নেতারা যার ফলে দিবা-রাতে যানজট লেগে থাকে ব্যস্ততম সড়কটিতে

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম সড়কটিতে বাস ও সিএনজির রাজত্ব সড়কের পুরোটাই তাদের দখলে সড়কটি একদিকে সরু অন্যদিকে ওই সড়কে চট্টগ্রাম শহরে যোযাযোগের গুরুত্বপূর্ণ স্থানে বাস ও সিএনজির স্ট্যান্ড বসিয়ে চলাচ্ছে তাদের রাজত্ব উপজেলার চাঁদপুর, গুনাগরী, রামদাশ হাট, বৈলছড়ী, চেচুরিয়া, মিয়ার বাজার, উপজেলা সদর, টাইম বাজার, মনছুরিয়া বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার প্রেম বাজার এলাকাজুড়ে সড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখা হয়, সুপার সার্ভিস, সেস্পসাল সার্ভিস, লালবোর্ড ও লোকাল বাস নামের একই পরিবহনের একাধিক নামের  বাসগুলো এবং এস আলম পরিবহনের বাস ও শত শত সিএনজি অটোরিকশা, এছাড়াও রয়েছে সান লাইন, এস আলম, মালেক শাহ সার্ভিস নামে কক্সবাজার জেলার মগনামা ও বদরখালী টু চট্টগ্রাম সার্ভিসের বাসগুলোঅন্যদিকে দিনের বেলায় এই সড়কের উপর মাল উঠা-নামা করেন বাঁশখালী ট্রান্সপোর্ট, শাহ জালাল ট্রান্সপোর্ট, গাউছিয়া ট্রান্সপোর্টের ট্রাক ছাড়াও রয়েছে প্রধান সড়কের পার্শ্বে অবস্থিত বিভিন্ন রড, সিমেন্ট, টিন, ফানিচার সহ বিভিন্ন ভারি মালামাল পরিবহন।   সড়কের একই অবস্থা  আনোয়ারা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়ও

 এসব স্ট্যান্ড থেকে বিভিন্ন প্রভাবশালী সিন্ডিকেটের চাঁদা নেওয়ার অভিযোগও উঠে এসেছে এর ফলে সড়কের মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে কিংবা চলাচল করতে চরম বেগ পেতে হচ্ছে এছাড়াও চালকদের বেপরোয়া গাড়ী চালানোর ফলে সড়কে ঝড়ে গেছে অনেক তরুতাজা প্রাণ, পুঙ্গত্ব জীবন যাপনও করছে হাজারও মানুষ। বাঁশখালী হয়ে চট্টগ্রাম শহরের প্রবেশপথে যানজট যেনো নিত্যনৈমিত্তিকে পরিনিত

স্থানীয়রা থানা উপজেলা প্রশাসনকে দায়ী করে বলেন, থানার ওসি ইউএনও ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে অবৈধ বাস ও সিএনজি স্ট্যান্ড ও সড়কের দুপাশ দখল করে গড়ে উঠা বাজার, দোকান ও পুতপাত  সরানোর যথাযথ উদ্যোগ নিচ্ছেন না তারা বলেন, বাঁশখালী উপজেলার মানুষ আর পুরনো কথা বলতে চান না, তারা চান এর দ্রুত সমাধানদেখা যায় বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিরাপদ সড়ক দাবীতে আলোচনা সামলোচনার ঝড়। তবুও প্রশাসনের যথাযথ  উদ্যোগ না দেখে হতবম্ভ সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে হাজার হাজার মানুষ পথের যাত্রী অবৈধ স্ট্যান্ড এলোপাতাড়ি চলাচল এবং যাত্রী উঠানামার কারণে এসব যাত্রীদের অন্ত না থাকলেও প্রভাবশালী সিন্ডিকেটের ক্ষমাতার দাপড়ে চলছে সড়ককে অবৈধ স্ট্যান্ড রাজত্ব।

ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড উপকূল


২৫ অক্টোবর ২০২২।বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লোনাপানি প্রবেশ করছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাঁশখালী উপজেলার ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড হয়েছিল এতে লোকালয়ে লোনাপানি প্রবেশ করছে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় কোটি টাকার মৎস্যঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার ছনুয়া, গণ্ডামারা, শিলকৃপ, সরল, বাহারছাড়া, খানখানাবাদ, সাধানপুর পুকুরিয়ার বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে জোয়ারের পানি প্রবেশ করায় উপকূলীয় এলাকার বেশ কয়েকটি মৎস্যঘের তলিয়ে গেছে

 

 

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হলেন ওসি মো. কামাল


রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) সাহসিকতায় মনোনীত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই আনুষ্ঠানিক ভাবে তাকে এই পদক প্রদান করবেন বলে থানা সূত্রে জানা যায় এবারের পুলিশ সপ্তাহে ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে ২৮শে ডিসেম্বর ২০২২ বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্বাক্ষরিত পিপিএম পদক প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছে মর্মে বাঁশখালী থানার অফিস ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিনকে একটি পত্র প্রদান করা হয় ২০২২ সালে অসীম সাহসিকতা বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত হতে যাচ্ছেন তিনি ইতিপূর্বে তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদকে ভূষিত হয়েছিলেন তিনি বাঁশখালী থানায় যোগদানের মাত্র এক মাসের ব্যবধানে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন

 

ইকো পার্কে মায়া শালিক নাটকের শুটিং


২০২২।বাঁশখালী ইকো পার্কে হবে অপূর্বের শুটিংজনপ্রিয় নাটক নির্মাতা শিহাব শাহিনের পরিচালনায় নাটক "মায়া শালিক" এর শুটিং  বাঁশখালী ইকোপার্কে। এই নাটকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মায়া শালিক নাটকের একটি টিম  বাঁশখালী ইকোপার্কে

 

 

 

 

 

 

বাঁশখালী উপজেলায় নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম


২০২২।  দ্বিতীয় ধাপে  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু করেন। কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ভোটার নিবন্ধন (ছবি তোলা) কার্যক্রম তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করছেনএবার ২০০৭ সালের জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হয়েছে তারা পরে বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন ২০২৪ ২০২৫ সালে চট্টগ্রামে দুইধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেন প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায়  দ্বিতীয় ধাপে চন্দনাইশ, বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া, মীরসরাই, হাটহাজারী, সাতকানিয়া, ফটিকছড়ি বাঁশখালী উপজেলায় হালনাগাদের কার্যক্রম  হালনাগাদ শেষ করেন ১৮ অক্টোবর

ঋষিকুম্ভ কুম্ভমেলা পরিচালনা কমিটি গঠন


২৯ অক্টোবর ২০২২। আসন্ন ১১দিন ব্যাপী একবিংশ ঋষিকুম্ভ কুম্ভ মেলা মহাসমারোহে উদযাপনের লক্ষ্য এক জরুরি সভায় ঐতিহ্যবাহী ঋষিধাম আশ্রম প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে

তিন বছর পর এবারও ২৭শে জানুয়ারি ২০২৩ থেকে অনুষ্ঠিতব্য ২১ তমথেকে শুরু হয়েছে ১১দিন ব্যাপী বাংলাদেশের একমাত্র একবিংশ ঋষিকুম্ভ কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত এই ঋষিকুম্ভ মেলাকে ঘিরে বাংলাদেশ-ভারত তথা উপ-মহাদেশের লক্ষ লক্ষ সাধুসন্ন্যাসী পূণ্যার্থীরা ঋষিধামে উপস্থিত হয়ে ধর্মীয় কার্যাদী সম্পূর্ণ করেন বাঁশখালীতে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে এই ঋষিকুম্ভ মেলার সূচনা করেন বাঁশখালীতে এটি বিংশতম ঋষিকুম্ভ কুম্ভমেলাসভায় পৌরহিত্যে করেন ঋষিধাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ এতে উপস্থিত ছিলেন ঋষিধামের সন্ন্যাসী শ্রীমৎ সচ্চিদানন্দ পুরী তড়িৎ গুহ, দীপক দত্ত, দীপংকর পাল, সুমন গুহ, সাজু মহাজন, ছোটন গুহ, সুমন চৌধুরী, লায়ন সন্তোষ নন্দী, দিলীপ দত্ত, সঞ্জয় সেন,সুব্রত চৌধুরী, শ্রী প্রকাশ দাশ অসিত সুমন চৌধুরী প্রমুখ

স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ কর্তৃক নির্বাচিত বিশিষ্ট শিল্পপতি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরীকে সভাপতি বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব অনুপ বরণ দাশকে সাধারণ সম্পাদক করে ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন পরিষদ গঠন করা হয়

উল্লেখ্য যে,মোহন্ত মহারাজ সুদর্শনানন্দ পুরী মহারাজ কুম্ভমেলা নিয়ে একটি মহল নানা অপপ্রচার বিভ্রান্তিমূলক খবর প্রচার করছে দাবি করে বলেন, এই দুষ্টচক্রের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না সুকুমার চৌধুরীকে সভাপতি, অনুপ দাশ বরণকে সাধারণ সম্পাদক তড়িৎ গুহকে অর্থ সম্পাদক করে কুম্ভমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে আপনারা সবাই মেলায় আসবেন

মেলার প্রথম দিনে ভোরে মঙ্গলারতি জয়গানে মঙ্গল আহবান, জাতীয় পতকা উত্তোলন, বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, শ্রীশ্রী গুরু মহারাজের পূজা, অতিথি শালার শুভ উদ্বোধন, শ্রী শ্রী গুরু মহারাজের ভোগরাগ সমবেত প্রার্থনা, মহা প্রসাদ বিতরণ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ভক্ত সম্মেলন অদ্বৈত সঙ্গীতাঞ্জলি, দশমহাবিদ্যা পূজার অধিবাস, মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়ে থাকে

ধারণা করা হচ্ছে এই বার মেলায় ১২-১৫ লক্ষাধিক মানুষের জমায়েত হতে পারে গুরুর কৃপায় সকলের আন্তরিক উপস্থিতি সহযোগীতায় আশারাখি বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ঋষিকুম্ভ মেলা সকল ভক্তদের মিলন মেলায় পরিণত হবে এটি বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ মেলা

বন কর্মকর্তা ব্যবসায়ী সিন্ডিকেট মিলে বনের গাছ পাচার


বন বিট কর্মকর্তা রউফ রেইঞ্জার রাজ্জাকের কারসাজিতে চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকার বন উজাড়ের অভিযোগ স্থানীয়দের ১৩ নভেম্বর ২০২২। পুকুরিয়া বিট কর্মকর্তা এবং কালীপুর রেইঞ্জার আব্দুর রাজ্জাকের কারসাজিতে বাঁশখালীর পাহাড়ি এলাকার বন উজাড় হয়ে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে

স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরিয়া বিট কর্মকর্তা রউফুল ইসলাম এবং রেইঞ্জার রাজ্জাক স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের সাথে যোগসাজশে বনের গাছ কেটে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করে যাচ্ছে।ওই দুই কর্মকর্তা গোপনে বনের গাছ বিক্রি করে অবৈধ উপার্জন করলেও গাছ কাটার মিথ্যা অভিযোগে স্থানীয় নিরহদের হয়রানি করে তারা। এরই মধ্যে গত ১৮ অক্টোবর স্থানীয় মৃত্যু নুরুচ্ছফার ছেলে মোঃ ইয়াছিন, মোঃশফিক, মোঃ রফিক বদিউল আলম এর বিরুদ্ধে বন বিভাগের জায়গা জবর দখলের মিথ্যা অযুহাতে মামলা দায়ের করেন বিট কর্মকর্তা রউফুল

স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বিট কর্মকর্তা রউফুল বাঁশখালীতে যোগদানের পর থেকে বিভিন্ন ভাবে স্থানীয়দের কাছ থেকে চাঁদ দাবি করে থাকেন।চাঁদা দিতে না পারলে মিথ্যা অভিযোগে মামলার আসামি করার হুমকিও দিয়ে থাকেন তিনি। মৃত্যু নুরুচ্ছফার ছেলে ইয়াছিন তার স্ত্রী মোরশেদা বেগম বলেন,বিট অফিসার গত বছর আমাদেরকে তার অফিসে ডেকে ১লাখ টাকা চাঁদা দাবি করেন, আমি কৃষি কাজ করে পরিবার চালাই,এতো টাকা দিতে পারিনাই

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,নতুন স্থাপনা নির্মাণের দৃশ্য। স্থাপনা নির্মাণে ব্যস্ত ছকিনা বেগম,কামরুন্নাহার,রাজিয়া বেগম, আমির হোসেন সহ  জানান, আমরা হাজার টাকার বিনিময়ে বিট কর্মকর্তা রউফুল স্যারের কাছ থেকে এই জায়গা নিয়েছি, আমাদের ঘর করার জন্যে তিনি নিজে লোকজন নিয়ে গাছ গুলো কেটে নিয়ে গেছে। তিনি না হলে আমরা ঘর করতে পারতামনা। ইয়াছিন, রফিক, শফিক এবং বদিউল আলমরা গাছ কাটছে কিনা?তারা বলেন না, এরা কেন কাটবে? বনের গাছ বন কর্মকর্তা কেটেছে

আলম আর্র্ট প্রেস বিজ্ঞাপন

ফিরে দেখা-২০২২

ই-পেপার পড়তে এই  লেখার উপর ক্লিক করুন 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages