দিদার
হোসাইন, স্টাফ রিপোর্টারঃই-একুশে মিডিয়া
বাঁশখালীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা ও সড়কে (স'মিলের) গাছ রেখে যানজট সৃষ্টির অপরাধে জরিমানা করা হয়।
১৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টা থেকে উপজেলার বৈলছড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে বৈলছড়ী বাজা শেড এর বাহিরে সড়কের উপরে বসা মাছ বাজার, কালভার্টের উপর বসা সবজি বাজার সরিয়ে দেয়া হয় এবং বাজার ইজারাদারকে সর্তকতা দেয়া হয়।
এসময় এক ভবন মালিকের ভবন নির্মাণ সামগ্রী সড়ক দখল করে রাখার অপরাধে ১০ হাজার টাকা ও (স'মিলের) গাছের গুড়ি সড়কের উপর রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান জানান,বাঁশখালীর প্রধান সড়কে যানজট নিরসনের লক্ষ্যে সড়কের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে গুনাগরীর চৌমুহনীতে গড়ে তোলা ফলের দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল থেকে বৈলছড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও কালভার্ট দখল করে বসা মাছ বাজার ও সবজি বাজার সরিয়ে দেয়া হয় এবং বাজার ইজারাদারকে এবিষয়ে সর্তক করা হয়েছে, এছাড়াও সড়কের উপর (স'মিলের) গাছের গুড়ির স্তুপ রেখে সড়ক জলচলে বিঘ্ন সৃষ্টি করায় স'মিল মালিককে ১৫ হাজার টাকা এবং একই ভাবে ভবন নির্মাণ সামগ্রী সড়কে রেখে যানজট সৃষ্টির অপরাধে এক ভবন মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এই অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান মাহমুদুল হাসান।
No comments:
Post a Comment