চট্টগ্রামে ছাত্রীদের যৌন হয়রানি, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 January 2023

চট্টগ্রামে ছাত্রীদের যৌন হয়রানি, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক

একুশে মিডিয়া, চট্টগ্রাম:

ই-একুশে মিডিয়া
রুমে ডেকে নিয়ে ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে সেই প্রধান শিক্ষককে বদলি ছাত্রীদের রুমে ডেকে নিয়েযৌন হয়রানিতে অভিযুক্ত কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে বদলি করা হয়েছে তাকে কাপাসগোলা থেকে নগরের দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন বিদ্যালয়ে বদলি করা হয়েছে তার স্থলে পদায়ন করা হয়েছে হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়াকে

চট্টগ্রাম নগরের চকবাজারে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককের  বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ঘটনায় শিক্ষককে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেছে শিক্ষার্থীরা রবিবার ( জানুয়ারী) সকালে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের ঘটনা ঘটে

জানা যায়, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে  এই অভিযোগে রবিবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা এসময় তাদের সঙ্গে যুক্ত হন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয় এসময় প্রধান শিক্ষক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে উপর্যপুরি বই খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ছুঁড়ে মারেতে থাকে শিক্ষার্থীরা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়  

আন্দোলনকারীরা জানায়, প্রধান শিক্ষক আলাউদ্দীন বিভিন্ন সময় ছাত্রীদের হয়রানি করে থাকেন অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন তার বিভিন্ন অসৎ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন  

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষককে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে তাকে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা খবর পেয়ে আমরা স্কুলে যাই পরে মেয়র মহোদয়ের পক্ষ থেকে কাউন্সিলরকে স্কুলে পাঠানো হলে তাকে তৎক্ষণাত প্রত্যাহার করা হয়  

এদিকে, শিক্ষককে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায়, শিক্ষকের রুমে শিক্ষার্থীরা অবস্থান নেয় এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ছুড়ে মারছেন  

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এসময় অভিযুক্ত শিক্ষককে সরিয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস দেন  উল্লেখ্য, অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে এর আগেও অনেকবার যৌন হয়রানির অভিযোগ উঠে ২০১৩ সালে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্তও হয়েছিলেন বছর পর বহিষ্কারাদেশ কাটিয়ে ২০১৮ সালে একই বিদ্যালয়ে ফের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান ২০১৯ সালে একইকাণ্ডে অভিযুক্ত হয়ে পেয়েছিলেন সর্তকতার নোটিশ সেই ঘটনার তিনবছর পর আবার একই অভিযোগে অভিযুক্ত হয় এবার শিক্ষার্থী অভিভাবকদের আন্দোলনের মুখে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages