একুশে মিডিয়া, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউপির ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৮
হাজার পিস ইয়াবাসহ ফিরোজ আলম (৪৫), মাহমুদ আলম (২৮), জামাল উদ্দীন (৩০) নামে তিন ইয়াবা পাচারকারীকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
রবিবার (২২ জানুয়ারী) রাতে পুইঁছড়ি ফুটখালী ব্রীজ পাকা রাস্তা মাথা এলাকায় এসআই মাসুদের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮
হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে।
ই-একুশে মিডিয়া
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন ( পিপিএম) জানান, বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment