এম এ হাসান, কুমিল্লা:ই-একুশে মিডিয়া
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যান ও পিকআপ মিনিট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।এঘটনায় ৩ জন আহত হয়েছেন।নিহত রাকিব হোসেন (১৮) কাভার্ডভ্যানের হেলপার এবং অপর ব্যক্তি অজ্ঞাত খেজুর বোঝাই পিকআপের চালক।(২৬ ই জানুয়ারি)বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাকিব চট্টগ্রাম জেলার খুলশী থানার সেগুন বাগান এলাকার মো. আরমান হোসেনের ছেলে।অপর নিহত পিকআপ ড্রাইভারের পরিচয় এখনো জানা যায়নি।তথ্য টি নিশ্চিত করে স্থানীয় মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো.লোকমান হোসাইন জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর বোঝাই একটি পিকআপ পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি সামনে থাকা অজ্ঞাত আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান হেলপার রাকিব হোসেন মারা যান। সামনে থাকা অজ্ঞাত গাড়িটির পিছনে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের গুরুতর আহত ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment