এম এ হাসান, কুমিল্লা:ই-একুশে মিডিয়া
একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব হলো শিক্ষার্থীদের অন্তর থেকে অন্ধকার দূর করে তাকে আলোকিত করা বলে মন্তব্য করেছেন দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান।তিনি ২১ ই জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লাস্থ কর ভবনের বিপরীত পাশে, ২য় কান্দিরপাড় ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদ্রাসার শুভ উদ্ভোদন ও জে আর এডুকেশন কেয়ার এর কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এসব মন্তব্য করেছেন।এসময় তিনি আরো বলেন প্রকৃত জ্ঞানদানের মাধ্যমে শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার ও অজ্ঞতা দূর করা, শিক্ষার্থীর জীবন গঠনে অবদান রাখা এবং সমাজ থেকে পশ্চাৎপদতা দূর করতে আন্তরিক ভূমিকা রাখা।এই ভূমিকাগুলো যথাযথভাবে পালন করলেই কেবল একজন শিক্ষক মর্যাদার সুউচ্চ আসনে আসীন হতে পারেন।জে.আর এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা ও ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসার উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রাউফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জুয়েল এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক জিল্লুর রহমান, দৈনিক ভোরের কলাম এর সম্পাদক ও প্রকাশক তৌহিদ মাহমুদ অপু, রানীর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন,হাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,গুনবতী আল ফারাবী একাডেমীর সহকারী ইংরেজি শিক্ষক আবুল হাসেম সাগর, প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবদুস সামাদ,ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসা ও জে.আর এডুকেশন কেয়ারের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন,ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ গনেশ চন্দ্র হালদার,দৈনিক আমাদের কুমিল্লা'র স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্যের পূর্বে মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়।এসময় জে আর এডুকেশন কেয়ার এর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।জানা যায়, জে.আর এডুকেশন কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে যাচ্ছে। শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে ভালে ফলাফল অর্জন করছে। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment