দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:
বাঁশখালী উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের অসহায়,দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার।ই-একুশে মিডিয়া
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টার সময় খানখানাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'র পক্ষ থেকে খানখানাবাদ এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়।
খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'র উদ্যোগে খানখানাবাদ ইউপির ৩৫০ জন দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খানখানাবাদ ইউপি সদস্য দিদারুল আলম, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, জয়নাল আবেদীন, নুরুল হক, হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা সদস্যা ফরিদা আক্তার, পারভীন আক্তার, নিলুফা আক্তার,ইউপি সচিব মোঃ জামাল মিয়া সিকদার,মোঃ আরিফ রেজা ও মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের প্রমূখ।
No comments:
Post a Comment