মাত্র দুইশ ফুটের দূরত্বে দুই সেচ প্রকল্পের গভীর নলকূপ বসানোর বিষয়কে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে,এই বিরোধের বিষয়ের মূল নেপথ্যে মুলহোতা উপজেলা কৃষি কর্মকর্তা বলে দাবি করছে অভিযোগকারী মোহাম্মদ শাহেদুল হক চৌধুরী।ই-একুশে মিডিয়া
এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২ জানুয়ারী ২২ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন খানখানাবাদ ইউপির পূর্ব রায়ছটা ৯নং ওয়ার্ডের প্রবাসী জাকেরুল হক চৌধুরীর ছেলে শাহেদুল হক চৌধুরী।
অভিযোগের সুত্রে জানা যায়,পূর্ব রায়ছটার ৯ নং ওয়ার্ডের জাকেরুল হক চৌধুরীর ছেলে শাহেদুল হক চৌধুরী তাঁর বসতভিটা সংলগ্ন কৃষি চাষাবাদে পানি সেচ-এর জন্যে পানি সেচ-প্ল্যানে বিগত ২০২০ সালে বৈদ্যুতিক মিটার সংযোগের আবেদন করেন।
No comments:
Post a Comment