৯৯৯ এ ফোন করায় বাঁশখালীতে আশ্রয়কেন্দ্র থেকে পিটিয়ে বের করে দিলেন- ইউপি চেয়ারম্যান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 January 2023

৯৯৯ এ ফোন করায় বাঁশখালীতে আশ্রয়কেন্দ্র থেকে পিটিয়ে বের করে দিলেন- ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
ই-একুশে মিডিয়া

৯৯৯ ফোন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করার অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বাঁশখালীর পূর্ব চাম্বল আশ্রয়কেন্দ্র থেকে এক পরিবারকে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিটিয়ে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ২৮ জানুয়ারী শনিবার রাতে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর পিটুনি খেয়ে চাম্বল আর্দশ গ্রামের ১০১নং ঘরের মালিক আব্দু শুক্কুর তার স্ত্রী মোছাম্মৎ সুরভী বেগম সকালে ওই ঘর থেকে বের হয়ে বাঁশখালী উপজেলা সদর এসে খালি গায়ে পিটুনি খাবার দৃশ্য দেখান আব্দু শুক্কুরের পিঠে, দুই হাতে এবং বুকে বেত্রাঘাতের লাল দাগের ছাপ রয়েছে, তার স্ত্রী মোছাম্মদ সুরভী বেগমের আক্রান্ত হবার দৃশ্যও দেখান দুই জনই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

সরেজমিন ঘুরে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ২০২২ সালের অক্টোবর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাম্বল আর্দশ গ্রামে গৃহহীন ১২০টি পরিবার নিয়ে আর্দশ গ্রাম গড়ে উঠে ওই আর্দশ গ্রামে পানির বৈদ্যুতিক মিটারের বিলকে কেন্দ্র করে ৬৯নং ঘরের মালিক মো. ইলিয়াছ ১০১ নং ঘরের মালিক আব্দু শুক্কুরের সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের রেশ ধরে গত ২৭ জানুয়ারী সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয় ওই সময় মো. ইলিয়াছ হামলা করে আব্দুর শুক্কুর তাঁর স্ত্রী সুরভী বেগমকে পিটান সুরভী বেগমের চুল, কাপড়, ব্লাউজ ছিঁড়ে দেয়ার অভিযোগ রয়েছে সেই মারামারি কারণে আব্দুর শুক্কুর ৯৯৯এ ফোন দেয় ফোন পেয়ে বাঁশখালী থানার এস আই নাজিম উদ্দিন ঘটনাস্থলে যান পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারী মো. ইলিয়াছ পালিয়ে যায় এর পর ২৮ জানুয়ারী আব্দুর শুক্কুর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ কেন্দ্রে অভিযোগ দিয়ে আর্দশ গ্রামে চলে যান এই খবর পেয়ে, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ২৮ জানুয়ারী রাত ১০ টাকায় মেম্বার জসিম উদ্দিন, চৌকিদার গোপালসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে আর্দশ গ্রামে গিয়ে আব্দুর শুক্কুরকে বেত দিয়ে বেধড়ক পিটাতে থাকেন

কেন ৯৯৯ ফোন করেছিস এবং কেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছিস? কাল (রবিবার)কে সকালের মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে চলে যাবি নচেৎ আরও পিটাবো

আব্দুর শুক্কুর সুরভী বেগম (০১৮৭৪৩০৩৪৯৭) বলেন, আমি দিনমজুর মানুষ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশিতে ছিলাম চেয়ারম্যানের পিটুনি খেয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছি সর্বত্র বিচার দিয়েছি, ৯৯৯ ফোন করেছি কোথাও বিচার পাচ্ছি না

চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি আমার বিরুদ্ধে অনেক কেউ অভিযোগ করতে পারে বলে বিষয়টি এডিয়ে যান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, ঘটনাটি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আর্দশ গ্রামে কেউ অন্যায়-অবিচার করে রক্ষা পাবে না  একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages