একুশে মিডিয়া, স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালীর সংরক্ষিত বনে চাষাবাদের সময় হাতির আক্রমণে দুদু মিয়া (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বাঁশখালীর পূর্ব চাম্বলের সংরক্ষিত বনাঞ্চল মহেশখালী ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। দুদু মিয়া পেকুয়া উপজেলার রাজাখালী মাতব্বর পাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে।
জানা যায়, মঙ্গলবার ভোরে প্রতিদিনের মতো চাষাবাদ করতে যান তিনি। পরে সকাল ১১টায় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামবাসী বিকেলে পাহাড়ি অঞ্চল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসে।
বাঁশখালী থানার এসআই হাফিজ উদ্দিন বলেন, কৃষক দুদু মিয়ার মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করা হয়েছে। পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment