মোহাম্মদ
ছৈয়দুল আলম:ই-একুশে মিডিয়া
ইট-ভাটায় কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহারের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায় ও একটি স্ক্যাভেটর জব্দ করেন ভ্রাম্যমান আদালত। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবস্থিত এমভিএম ব্রিকফির্ডে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে এই অভিযান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে প্রশাসনে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন উপজেলা প্রশাসন। একুশে ডিমিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment