বাঁশখালীতে ছুরিকাঘাতে কোম্পানির সেলস ম্যান নিহত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 11 January 2023

বাঁশখালীতে ছুরিকাঘাতে কোম্পানির সেলস ম্যান নিহত

দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান পদে বাঁশখালীতে কর্মরত দুদু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। ১০ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে টার দিকে উপজেলার গণ্ডামারা ব্রীজ এলাকায় এই ঘটনাটি ঘটেছেনিহত দুদু মিয়া তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান হিসেবে কর্মরত ছিলেনসে রংপুর জেলার মিঠাপুর উপজেলাধীন বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে বলে জানা গেছে

নিহত দুদু মিয়া তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান পদে বাঁশখালীতে কর্মরত থাকায় চাম্বল বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেনচাম্বল বাজারের ব্যবসায়ি জসিম উদ্দিন বলেন,দুদু মিয়া কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলস ম্যান হিসেবে বাঁশখালীতে দায়িত্বরত থাকায় উপজেলার বিভিন্ন এলাকার দোকান গুলো থেকে সে কোম্পানির মালামাল সেলসের টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তুলে নিতেন,তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গণ্ডামারা এলাকার দোকান মালিকদের কাছ থেকে কোম্পানির সেলসের টাকা তুলে নিজ বাসায় ফেরার পথে গণ্ডামারা ব্রীজ এলাকায় আসলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছেএসময় তিনি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান

স্থানীয় পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে টার গণ্ডামারা ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটেছে,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুদু মিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ চৌকস ওসি কামাল উদ্দিন (পিপিএম) জানান,ঘটনার খবর পেয়ে থানা পুলিশ  দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়,পুলিশের সহযোগিতায় পথচারীরা তাঁকে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে

খুনের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে দুই/তিনজনকে থানায় আনা হয়েছে,এই বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে,খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যে পুলিশের অভিযান চলছে,নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি কামাল উদ্দিনএকুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages