এম ওসমান গনি, হাটহাজারী:ই-একুশে মিডিয়া
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে মোড়কবিহীন নিম্নমানের পামওয়েল বিক্রয় ও মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে আমজাদ হোসেন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাত ১০ টায় স্থানীয় তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃশাহিদুল আলম। অভিযানকালে দেখা যায়, একটি ট্রাকে করে ভোজ্যতেল বিক্রয় করা হচ্ছে যার কোন বিএসটিআই অনুমোদন নেই। অনুমোদনবিহীন এসকল ভোজ্য তেলের বোতলের গায়ে পণ্য সম্পর্কে ছিল না কোন ধরনের তথ্য। এছাড়া এসকল পামওয়েল বিক্রয়ের সময় 'সুপার সয়াবিন' বলে মাইকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিলো। যা দ্বারা সাধারণ মানুষকে প্রতারিত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন ও অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দন্ড আরোপ করা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এরূপ অভিযান চলমান থাকবে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment