বাঁশখালীতে নির্মিত কমিউনিটি ভিশন সেন্টার ভার্চুয়ালে উদ্বোধন-প্রধানমন্ত্রী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 January 2023

বাঁশখালীতে নির্মিত কমিউনিটি ভিশন সেন্টার ভার্চুয়ালে উদ্বোধন-প্রধানমন্ত্রী

দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫ টি কমিউনিটি ভিশন সেন্টার শুভ উদ্বোধনের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

১৮ জানুয়ারি (বুধবার) সকালে ১০ টায় তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারও মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে  উদ্বোধন করেন,পরে দিপালী দে নামের এক রোগীর সাথে ভিডিও মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রোগী দিপালীর অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় তাঁর স্বামীর চোখ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোগী দিপালী,এসময় রোগী দিপালী দে' স্বামীর চিকিৎসার আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী

উল্লেখ্য কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বার বার নির্বাচিত সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয়  ভারপ্রাপ্ত কমিশনার . প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম  জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব আরিফ হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তাসনুয়া তানজিন, সিভিল সার্জন মোঃ ইলিয়াছ চৌধুরী, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, বাঁশখালী পৌর মেয়র এস.এম. তোফায়েল বিন হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল উদ্দীন পিপিএম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার সহ স্থানীয় বিভিন্ন সরকারী কর্মকর্তা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages