স্টাফ রিপোর্টার:
বাঁশখালী
গুনাগরীতে সিএনজি অটোরিক্সার সাথে সিএনজি'র মুখামুখি সংঘর্ষে মোঃ আজগর আলী (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে এলাকাবাসী।
ই-একুশে মিডিয়া
বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে পৌনে ১২ টার দিকে পি.এ.বি সড়ক বাঁশখালীর প্রধান সড়কের গুনাগরী এ.গণি প্লাজার উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ আজগর আলী বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের শিব্বির আহমদের ছেলে।
এলাকাবাসী ও রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা সদর থেকে চট্টগ্রাম শহর মুখি সিএনজির সাথে অপর দিক থেকে আসা সিএনজির মুখামুখি সংঘর্ষে বুকে এবং পায়ে চাপ লেগে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে নিহত হয়।
এ ব্যাপারে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের (এস আই) মোস্তফা জামাল একুশে মিডিয়াকে বলেন, নিহতের লাশ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ঘাতক সিএনজি গাড়িটা আটক আছে এবং চালককে আটকের চেষ্টা চলছে ।
No comments:
Post a Comment