কবির মাহমুদ, কাজিপুর (সিরাজগঞ্জ):ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ' মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ' এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ফেব্রুয়ারী উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো পরিবেশের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা মুক্ত আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফিজুর রহমান খোকা,পরে একে একে কুরআন তেলাওয়াত, জাতীয় শপথ বাক্য পাঠ,জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
জমকালো এ আয়োজনের শুরুতে বিদ্যালয়টির ক্রীড়া শিক্ষক সুমন ভূইয়ার পরিচালনায় উপস্থিত দর্শক ও অভিভাবকদের কুচকাওয়াজ প্রদর্শন করে দেখায় প্রতিষ্ঠানটির স্কাউট দল।এরপরে মানব পতাকা ,শহীদ মিনার, বৃত্ত সহ নানা রকম প্রদর্শনীও দেখায় স্কাউট। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পেশা কৃষি কাজ ও গ্রাম বাংলার বিবাহ রীতি নিয়ে ভিন্ন ধারার একটি প্রদর্শনীও করে তারা।
কুচকাওয়াজ ও প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য দৌড়,দীর্ঘ লাফ,মোরগ যুদ্ধ, বিস্কুট দৌড়, সহ নানা রকম মনোমুগ্ধকর খেলা ধুলার আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য 'চাচা আপন প্রাণ বাঁচা ' নামক একটি ভিন্নধর্মী গ্রামীণ খেলার আয়োজনও করা হয়।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিতরনী পর্বের আগে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ১১নং নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল কবির, নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দুলাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিএসসি সহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ও শাহাদাত হোসেন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment