ওসমান হোসাইন. কর্ণফুলী:ই-একুশে মিডিয়া
কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩। শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে ঐতিহাসিক আব্দুল জলিল চৌধুরী স্কুল-কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আ'লীগের সভাপতিও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.রুম্মান তালুকদার, উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান তালুকদার.উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ.কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কর্ণফুলী ডেইরী ফার্ম প্রতিষ্ঠাতা মোহাম্মদ হারুন চৌধুরী নেভী.মিল্ক ভিটা পরিচালক ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আলহাজ্ব নাজিমউদ্দিন হায়দার।
বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পোল্ট্রি ফার্ম সংস্থার মোহাম্মদ এয়াকুব জাহেদ প্রমূখ। প্রাণিসম্পদ দিনব্যাপী প্রদর্শনী ২০২৩ স্থানীয় পোল্ট্রি ফার্ম ও ডেইরি ফার্ম সম্মানিত উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশের ন্যায় কর্ণফুলী উপজেলাএই প্রাণিসম্পদ প্রদর্শনী, মুল উদ্দেশ্য দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা এবং বাজার মুল্য বাড়ানো। আর খামারিদের হাজার প্রতিকুলতার ধকল কাটিয়ে যেন তারা টিকেয়ে থাকতে পারে এবং তারা যেন প্রাণিসম্পদের উৎপাদন আরো বাড়াতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব ধরনের সার্বিক সহযোগিতা প্রণোদনা কামারীদের বাঁচানোর জন্য দিয়ে আসছেন তারজন্যি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রীর এইঅবদান স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশের মধ্যে কর্ণফুলী উপজেলা ডেইরি ফার্ম এক অনন্য অবদান রাখছে।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই অঞ্চলের ডেইরী ফার্ম দুধের নায্য মুল্যক পাচ্ছে না গোখাদ্য দাম বৃদ্ধি হলেও কিন্তু দুধের দাম একই জায়গাই রয়েছে! সকাল থেকে ঐতিহাসিক আব্দুল জলিল চৌধুরী স্কুল-কলেজ মাঠে উন্নত জাতের গরু. মহিষ.ভেড়া -ছাগল.কবুতর. কুকুর.ঘোড়া পাখি.খরগোশ ও প্রাণীসম্পদ ব্যা বহার যোগ্য বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী করা হয়।
মেলায় দর্শণীয় ছিল আগত দর্শনার্থীদের বিনামূল্য দুধ ও ডিম দিয়ে আপ্যায়ন করা হয়। প্রাণীসম্পদ মোট চল্লিশ টি স্টল অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণ স্টল থেকে তিনটি ক্যা্টাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি স্টল কে সনদ পত্র বিতরণ করেন অতিথি বৃন্দ। উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা ডা.রুম্মান তালুকদার, বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মাধ্যমে এই কর্ণফুলী উপজেলা পশু পালন ও খামারির সংখ্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে আমরা প্রদর্শনী এইআয়োজন করা হয়। আর এই প্রদর্শনী মাধ্যমে দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা। আর একই সাথে খামরির সংখ্যা বাড়ানো এটা কর্ণফুলী উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনী দ্বিতীয় আয়োজন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment