স্টাফ রিপোর্টার, একুশে মিডিয়া:ই-একুশে মিডিয়া
মহিলা কলেজ চট্টগ্রাম (এনায়েত বাজার মহিলা কলেজ) এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অত্র মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সোহানা শরমিন তালুকদার। তিনি বাঁশখালীর কৃতিসন্তান ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম সুজনের সহধর্মিনী এবং কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয় ও কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য। তিনি ২০০১ সালে প্রভাষক হিসেবে বরমা কলেজে যোগদান করেন। ২০১১ সালে মহিলা কলেজ চট্টগ্রামে যোগ দেন, পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) সহ এম.এ ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আলোচক হিসেবে সুধীমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শিক্ষকতার পাশাপাশি দক্ষতার সাথে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত রয়েছেন।
তিনি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বনামধন্য ব্যক্তিত্ব প্রফেসর হারুন অর রশীদ তালুকদার বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট চাচা । নতুন দায়িত্ব প্রাপ্তির এই শুভক্ষণে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একুশে মিডিয়া’র সঙ্গে
থাকার জন্য ধন্যবাদ।সোহানা শরমিন তালুকদার, অধ্যক্ষ, মহিলা কলেজ চট্টগ্রাম
No comments:
Post a Comment