মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
লক্ষীপুর-১ রামগঞ্জ আসন এর সংসদ সদস্য ও রামগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জননেতা ড. আনোয়ার হোসেন খান মহোদয় সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু তাহের, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, কাউছার হোসেন, বেলায়েত হোসেন বাচ্ছু, জাকির হোসাইন সুমন, নব নির্বাচিত কমিটির সহ সভাপতি এম এ হালিম খান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন রাজন, নির্বাহী সদস্য মোঃ ছায়েদ হোসেন, কাজী মহিউদ্দিন মঈন, পারভেজ হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, সাধারন সদস্য মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী , ইকবাল হোসেন শান্ত, শাহ আলম, সাফায়েত হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় এমপি ড. আনোয়ার হোসেন খান গনতান্ত্রিককধারায়, সুষ্ঠও শান্তিপূর্ন ভোটের মাধ্যমে কমিটি গঠন করায় প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ ও ফুল দিয়ে বরন করেন। এ সময় তিনি নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিকরা রামগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও,উন্নয়ন ও দূর্নীতির কথা তুলে ধরে সাধারন মানুষের পাশে থাকার আহবান জানান।
উল্লেখ্য-গত ২৮ জানুয়ারি উপজেলা হলরুমে রামগঞ্জ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটানিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন। রামগঞ্জ প্রেসক্লাবের সদস্যদেও গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment