স্টাফ রিপোর্টার, একুশে মিডিয়া:
ই-একুশে মিডিয়া |
বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু থেকেই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখা।
জানা যায়, প্রতি ৩ বছর পর পর বাঁশখালীর ঋষিধামে একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।এই মেলায় সারাদেশ ও পার্শ্ববর্তী দেশ থেকে ছুটে আসেন ভক্তবৃন্দ। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত লাভ করে এই ঋষিধাম। ঋষিধাম সূত্র জানা যায়, পুণ্যকুম্ভের অনুসরণে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সালে এই ঋষিকুম্ভ প্রতিষ্ঠা করেন । কুম্ভমেলাকে ঘিরে বাংলাদেশ-ভারত তথা উপ-মহাদেশের সাধুসন্ন্যাসী ও পুণ্যার্থীগণ এখানে উপস্থিত হয়ে ঋষিধাম ও তুলশীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ তত্বাবধায়নে ধর্মীয় কার্যাদি সম্পাদন করেন।
গতবারের ৭ দিন ব্যাপি এই কুম্ভমেলায় আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিচালনা পরিষদের সহযোগিতায় চারটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প ছিল। কিন্তু এবারের ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখার ক্যাম্পটি ছাড়া অন্যকোন চিকিৎসা ক্যাম্প দেখা যায়নি।
বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখার উদ্যোগে প্রতিবারের মতো এবারও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যাহত রয়েছে। গত ২৭ জানুয়ারী মেলা উদ্বোধনের দিন দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হলেও মেলা পরিচালনা কমিটির সহযোগিতা না পাওয়ায় দুই ঘন্টা পর বন্ধ হয়ে যায় অপর মেডিকেল ক্যাম্পটি বলেও সূত্র জানা যায়।
ডাঃ আশীষ কুমার শীলের সার্বিক তত্তাবধানে এবং ডাঃ পরিমল কান্তি নাথ ও ডাঃ মোহাম্মদ এজাজ (ইউপি সদস্য)এর পরিচালনায় এবারের ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখা সূত্র জানা যায়, এই কুম্ভমেলায় তাঁরা প্রতিবার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করে আসছেন। গত ২৭ জানুয়ারী হতে শুরু হয়ে এই কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরণের বিরতি ছাড়াই দিন-রাত ২৪ ঘন্টা এই চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। দিনে ৬ জন ও রাত্রে ৬ জন চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পটিতে সেবা দিয়ে যাচ্ছেন।
প্রতিদিনই
মেলায় ভিড় বাড়ছে। এই কুম্ভমেলায় জরুরি সময়ে সেবা দিতে মেলা প্রাঙ্গণে রয়েছে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি-বাঁশখালী শাখার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। এইখানে মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেলায় এসে অনেকে হোঁচট খান বা মাথা ঘুরে পড়ে যান, তাঁদের তাৎক্ষণিক সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ক্যাম্পটিতে সার্বক্ষণিক অন্তত ৬জন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। রোগী আসা মাত্রই চিকিৎসাপত্র ও ওষুধ হাতে তুলে দেন তারা। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment