কুম্ভমেলায় ৭ম দিবসে সাধু ভান্ডারায় দেশ বিদেশের হাজারো সাধু মহারাজের সমাগমনে পুলকিত ঋষিধাম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 February 2023

কুম্ভমেলায় ৭ম দিবসে সাধু ভান্ডারায় দেশ বিদেশের হাজারো সাধু মহারাজের সমাগমনে পুলকিত ঋষিধাম

মোহাম্মদ এরশাদ, বিশেষ প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ঋষিধামে কুম্ভমেলায় মঙ্গলারতি, মধুসূদনের নাম,রাধাকৃষ্ণের অভিষেক, মহা প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা সাধু ভান্ডারা অনুষ্ঠিত হয়েছে সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্য করেন বাঁশখালীর ঋষিধাম  চট্টগ্রামের তুলশীধামের মোহন্ত শ্রীমদ্ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ অতিথি মহারাজ  হিসেবে উপস্থিত ছিলেন ভারত নির্বাণপীঠাদীশ্বর আচার্য্য মহামণ্ডলেশ্বর রাজগুরু শ্রীমৎ স্বামী বিশোকানন্দ ভারতীজী মহারাজ, ভারত আদ্যাপীঠের সাধারণ সম্পাদক বিশ্বপরিব্রাজক ব্রহ্মচারী মুরাল ভাই, সীতাকুণ্ড শংকর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, কৈবল্যধাম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য, ভারত বৃন্দাবন সীতারাম আশ্রমের শ্রীমৎ নীলমণি মহারাজজী, কলকাতা চিন্ময় মিশনের শ্রীমৎ দিবাকর চৈতন্যজী মহারাজ, কলকাতা বারাসাত শংকর বেদান্ত মঠ মিশনের শ্রীমৎ সঞ্জয় গোঁসাইজি মহারাজ, গুজরাট রাজস্থানের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী অজয়ানন্দ পুরী মহারাজ, হরিদ্বারের যোগগুরু শ্রীমৎ রামজী মহারাজ,শ্যাম সুন্দর দাস বাবাজী, বৃন্দাবন, শ্রীমদ্ স্বামী স্বরুপানন্দ৷

মহারাজ,বেনারস,শ্রীমদ্ উমানন্দ গিরি মহারাজ,  পটিয়া হাবিলাসদ্বীপ জ্যোতিহ রিহর গীতা যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, সীতাকুণ্ড স্রাইন কমিটির শ্রীমৎ স্বামী লক্ষ্মীনারায়ণ কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীমদ্ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারী, জলদী অদ্বৈতানন্দ ঋষি মঠ মিশনের শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজসহ দেশ বিদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত প্রায় কয়েক হাজার সাধু, সন্ত, মোহন্ত, সন্ন্যাসী মহারাজবৃন্দরা অংশ গ্রহণ করেন

বিকেলে ধর্মীয় মহতী সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরুণ দাশ, উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দী, সমন্বয়ক সুব্রত দেব বিভাস গুহ সুজন করের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তড়িৎ গুহ, মিঠুন চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, সুমন চৌধুরী, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, অরূপ সেন, পরাগ দত্ত, রাজীব সুশীল, অপু দত্ত, স্বদেশ পাল, টিটন পাল, অমিত চক্রবর্তী, ঝুন্টু দাশ, টিটন শীল, নির্মল শীল, রূপন গুহ, শানু রুদ্র। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages