এইচ এম শহীদ,
পেকুয়া
প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের গর্জানিয়া পাড়া এলাকায় পরিবারের লোকজন প্রেমের সম্পর্ক না মানায় ফরিদুল আলম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত ফরিদুল আলম একই এলাকার আক্তার আহমেদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাশঁখালী এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফরিদুলের। বিষয়টি পরিবারে জানিয়েছিলেন তিনি কিন্তু পরিবারের সদস্যরা তাদের সম্পর্কে মেনে না নিয়ে তাকে বকাঝকা করেন। এতে অভিমানে ঘরের নিজে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেন ফরিদুল। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছ। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment