এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়ার একমাত্র অডিটোরিয়াম শহীদ জিয়া বিএমআই অডিটোরিয়াম। এককালে সভা-সমাবেশ, বিনোদন-সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল ভরসার জায়গা ছিল এটি। কিন্তু নির্মাণের পর আর কোনো সংস্কার না হওয়ায় সময়ের ব্যবধানে অব্যবস্থাপনা ও সুষ্ঠু তদারকির অভাবে বর্তমানে জরাজীর্ণ হয়ে ভূতুড়ে ঘরে পরিণত হয়েছে এ অডিটোরিয়াম। অতিসত্বর এ অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ না নিলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে কয়েক কোটি টাকার এ অডিটোরিয়াম। পেকুয়াবাসী হারাতে পারে সভা-সমাবেশ ও বিনোদনের একমাত্র গুরুত্বপূর্ণ স্থানটি।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিএমআই) পাশে নির্মিত ভবনটির নামও বিএমআই অডিটোরিয়াম ভবন। এটি ২০০৩ সালের ২০ মার্চ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কক্সবাজারের আওতায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। একই বছর ১৮ জুন অত্যাধুনিক মূল্যবান সামগ্রী নিয়ে পূর্ণাঙ্গ অডিটোরিয়াম হিসেবে উদ্বোধন হয়।
২০০৯ সালের আগে ৬০০ আসনের এই অডিটোরিয়ামটি মুখর ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে। নিয়মিত চলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও সংস্থার সভা, সেমিনার। বাংলাদেশ টেলিভিশনের অনেক অনুষ্ঠানও ধারণ করা হয়েছে এ অডিটোরিয়ামে। শুরুর কয়েক বছর অডিটোরিয়ামটির সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলেও পরবর্তী সময়ে তা ধীরে ধীরে স্থিমিত হয়ে পড়ে। চোখের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সংস্কৃতি কর্মীরা। বর্তমানে ৬০০ আসনের চেয়ারগুলো ভেঙে গেছে। জানালা দরজাসহ অন্যান্য সব সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment