মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭নং উত্তর হাজিপুর ওয়ার্ডের প্রয়াত আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি ড. আনোয়ার হোসেন খান এমপি।
উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহুরুম মোঃ ইউসুফ হোসেন এর এক মাত্র ছেলে ইয়ামিন মাহমুদ ও পরিবার সদস্যদের হাতে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এমপি মহোদয়ের পক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও রামগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মোঃ নজরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ৬নংওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ আলম, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ,সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রেজাউল করিম তছলিম মোল্লা, যুবলীগ নেতা নজরুল ইসলাম মাষ্টার প্রমুখ।
উল্লেখ্যঃ গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চন্ডিপুর ইউনিয়নের ৭নং উত্তর হাজিপুর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চন্ডিপুর ইউনিয়ন সহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment