এইচ কে টিচিং হোম কর্তৃক আয়োজিত ৫ম বারের মতো বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শনিবার (১১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালীর দুটি পর্যটন স্পট বাঁশখালী ইকো পার্ক ও বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারচরা পয়েন্টে এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও এইচ কে টিচিং হোম এর পরিচালক জনাব হুমায়ুন কবির এর সভাপতিত্বে সরকারি আলাওল কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তাফা কামাল, মুবিনুল হক, বাঁশখালী এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম তুহিন ও অভিভাবক মোহাম্মদ মোস্তাক প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় তিনটা বিভাগে মিউজিকাল চেয়ার, বাস্কেট বল ও হাড়ি ভাঙ্গা খেলা প্রতিযোগিতা হয়েছে।প্রত্যক বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনজন করে মোট ৯জনকে প্রাইজমানি ও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এইচ কে টিচিং হোম থেকে ২০২২ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ফাইভ ও স্ব স্ব বিদ্যালয় থেকে পরবর্তী শ্রেণীতে মেধাক্রম প্রথম হয়েছে তাদের ক্রেষ্ট প্রদান করা হয়েছে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment