১১৮ টাকায় পুলিশের চাকরি পেলেন কুমিল্লার ২০৬ জন নারী-পুরুষ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 28 February 2023

১১৮ টাকায় পুলিশের চাকরি পেলেন কুমিল্লার ২০৬ জন নারী-পুরুষ

এম হাসান, কুমিল্লা:

ই-একুশে মিডিয়া

কুমিল্লায় মাত্র ১১৮ টাকা খরচে ২৫ নারীসহ ২০৬ জন পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই আবদুল হালিম মিলনায়তনে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, এবার মোট হাজার ৮২২ জন আবেদন কারীর মধ্যে উপস্থিত ছিল হাজার ১৮৭ জন ফিটনেসসহ অন্যান্য পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেয় হাজার ৪০৯ জন, যেখানে কৃতকার্য হয় ৫১৭ জন তাদের মধ্যে মৌখিক পরীক্ষায় ২০৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় এর মধ্যে ১৮১ জন পুরুষ এবং ২৫ জন নারীএসপি আবদুল মান্নান আরো জানান, মাত্র ১১৮ টাকা খরচ করে প্রার্থীরা চাকরি পেয়েছেন দীর্ঘ যাচাই-বাছাই শেষে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে এখানে কোনো লবিং-তদবির কাজে আসেনিফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরান হোসেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাচাকরি পাওয়া দেবিদ্বার উপজেলার আল-আমিন বলেন, ‘আমরা পাঁচ ভাই-বোন কৃষক বাবার আয় দিয়ে লেখাপড়ার পাশাপাশি কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করেছি আজ আমি ঘুষ ছাড়া পুলিশে চাকরি পেয়েছি খবরটি শুনে বাবা কাঁদলেন

মুরাদনগর উপজেলার মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমার বাবা মরদেহ বহনের কাজ করেন, যেখানে নিদিষ্ট বেতন নেই এই কাজ করে আমাদের ছয় ভাই-বোনকে লেখাপড়া করিয়েছেন এখন থেকে আমি সংসারের হাল ধরব

লাকসামের সুস্মিতা সিংহ বলেন, ‘আমার বাবা দর্জি এখন পুরোপুরি চোখে দেখেন না তাই আয়-উপার্জন নেই আমি এখন চাকরি করে সাধ্যের মধ্যে বাবা-মায়ের সব চাওয়া পূরণ করতে চাই একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages