সাইদ সাজু, তানোর থেকে:ই-একুশে মিডিয়া
বদলে গেছে নানাবিদ সমস্যা ও অনিয়মসহ দূর্নীতিতে জর্জরিত রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসের চিত্রসহ চিকিৎসা সেবা।
এক সময় পুরো স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস চত্বরসহ হাসপাতাল জুড়ে ছিলো অগো ছালো ও দূর্গন্ধময় পরিবেশ। নামমাত্র রোগী দেখে তড়িঘড়ি করে চলে যেতেন চিকিৎসাকরা।
সেই চিত্র এখন আর চোখে পড়েনা, চোখে পড়েনা জরুরী বিভাবে চিকিৎসা না পেয়ে অভিভাবকদের গালাগালিসহ ছোটাছুটি করতে। ফলে হাসপাতালের প্রতি দিন দিন আস্থা বাড়ছে রোগীদের। অপর দিকে আউটডোরে এখন রোগীদের লম্বা লাইন লেগেই থাকে।
গ্রামীণ জনপদে উন্নত সেবার এক অনন্য দৃষ্টান্ত এখন রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিত্র ও চিকিৎসকদের সেবা প্রদান। বর্তমানে হাসাপাতালের সেবা নিয়ে এলাকার মানুষ বেশ সন্তোষ্ট।
৫০ শয্যার তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রয়েছেন ১৪ জন, বিশেষজ্ঞ ডাক্তার ৬ জন এবং সেবিকা রয়েছেন ২৫ জন। এসব ডাক্তার ও নার্সরা নিয়মিত ভাবেই রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ও বহির্বিভাগে।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক অবকাঠামো ও সৌন্দর্য্য বৃদ্ধি, নিয়ম শৃঙ্খলার উন্নতি ও সেবারমানে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন সকল প্রকাশ পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে হাসপাতালেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বার্নাবাস হাসদাক তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও হিসেবে যোগদানের পর বদলে যেতে শুরু করে হাসপাতালের চিত্র।
পরে মেডিকেল অফিসার হিসেবে ডাক্তার মিজানুর রহমান এ হাসপাতালে যোগদানের পর এই দুই জনের প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই বদলে গেছে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিত্র ও চিকিৎসা সেবা।
স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বে অবস্থিত আমশো মথুরাপুর মহল্লার বাসিন্দা প্রভাষক রাকিবুল হাসান সরকার পাপুল বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক ও মেডিকেল অফিসার মিজানুর রহমান যোগদানের পর পাল্টে গেছে হাসপাতালের চিত্র ও চিকিৎসা সেবা।
তিনি বলেন, একসময় রোগীদের খাবারের মান ছিলো খুবই খারাপ, সেই সাথে পরিবেশ ছিলো আগোছালো ও দূর্গন্ধময় দুর দুরান্ত থেকে চিকিৎসা নিতে ছুটে আসা রোগীরা মান সম্মত চিকিৎসা পেতোনা।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পরিবেশসহ পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা থাকায় এবং ডাক্তারদের মানসম্মত চিকিৎসা প্রদানের ফলে প্রতিদিন শত শত রোগী লাইন ধরে আউট ডোরে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক বলেন, ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সাংসদ, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতায় নিয়ে চেষ্টা করে যাচ্ছি সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের উন্নয়ন এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে।
তিনি বলেন, দুরদুরান্ত থেকে প্রতিদিন ৫শ' থেকে ৬ শ' রোগী হাসপাতালে এসে এখন আউট ডোরে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, এখন এই হাসপাতালেই সব ধরনের পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা চালু রয়েছে বলেও জানান তিনি। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment