গরম খুন্তি দিয়ে শিশু নির্যাতন, মা ও সৎ বাবা বাঁশখালীর সেলিম গ্রেফতার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 February 2023

গরম খুন্তি দিয়ে শিশু নির্যাতন, মা ও সৎ বাবা বাঁশখালীর সেলিম গ্রেফতার

একুশে মিডিয়া, চট্টগ্রাম:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় সাত বছরের এক ছেলেকে গরম স্টিলের খুন্তি দিয়ে নির্যাতনের অভিযোগে মা সৎ বাবা, এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করেছে থানা পুলিশ সোমবার ( ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গার ধুমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ছেলে মা হলেন, রেহেনা আক্তার (২৪) সে বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ থানার বলভদ্রপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও সৎ বাবা হলেন, সেলিম উল্লাহ (৩০) সে চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল ফকিরপাড়ার জাফর ইসলামের ছেলে

পতেঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সাত বছরের ছেলেকে বাসায় সবসময় নির্যাতন করা হতো শিশুটি সহ্য করতে না পেরে সবসময় কান্না করতে থাকে সোমবার রাতে গরম স্টিলের খুন্তি দিয়ে নির্যাতন করা হচ্ছিল শিশুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা সৎবাবাকে গ্রেফতার করা হয়

আরো তিনি বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় শিশুটির মা বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শিশুটির বাবা তার মাকে ফেলে চলে যাওয়ার পর চার মাস আগে তার মা বিয়ে করেন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. আরিফ হোসেন  বলেন, গ্রেফতার দুজন স্বামী স্ত্রী দাবি করলেও তাদের বিয়ের কাগজপত্র দেখাতে পারেনি মা একটি পোশাক কারখানায় চাকরি করেন আর বাবা হোটেলে কাজ করেন দুজনই নেশাগ্রস্ত ছিলেন একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages